রাজ্যের বিরোধিতাতেই সায়! বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এড়াতে উদ্যোগী কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার একটি জামিন মামলার রায় দিতে গিয়ে বড় নির্দেশ দিয়ে দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় (Justice Arijit Banerjee) এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের (Justice Apurba Sinha Ray) ডিভিশন বেঞ্চ। এবার থেকে ফরেন্সিক ল্যাবগুলি সরাসরি এফএসএল রিপোর্ট নিম্ন আদালতে জমা করতে পারবে, জানিয়ে দিল উচ্চ আদালত।

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যা হল…

সম্প্রতি জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাদক মামলার এক অভিযুক্ত। বিচারপতি বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সিনহা রায়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারী ব্যক্তির আইনজীবী দাবি করেন, ফরেন্সিক ল্যাবগুলি (Forensic Lab) নিজেদের রিপোর্ট সরাসরি আদালতে পেশ করতে পারে না। সেগুলি চার্জশিটের অংশ হতে পারে না। ফৌজদারি বিধিতে নিম্ন আদালত শুধুমাত্র পুলিশের রিপোর্টের ভিত্তিতে আদালত গ্রাহ্য অপরাধ গণ্য করতে পারে।

জানা যাচ্ছে, এই মামলার চার্জশিটে এফএসএল রিপোর্ট ছিল না। পরবর্তীতে ল্যাবের তরফ থেকে তা সরাসরি নিম্ন আদালতে জমা দেওয়া হয়। এই নিয়ে মামলাকারী আপত্তি জানায়। যা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ মমতার বৈঠকে থাকছেন না অনিকেত-কিঞ্জলরা! ‘কারণ’ হিসেবে বিরাট যুক্তি দিলেন প্রতিবাদী ডাক্তাররা

ফরেন্সিক ল্যাবগুলি নিজেদের রিপোর্ট সরাসরি আদালতে পেশ করতে পারে না। সেগুলি চার্জশিটের অংশ হতে পারে না, এদিন মামলাকারীর আইনজীবীর তরফ থেকে এমনটা দাবি করা হয়। সেই সঙ্গেই তিনি বলেন, ফৌজদারি বিধিতে নিম্ন আদালত শুধুমাত্র পুলিশের রিপোর্টের ভিত্তিতে আদালত গ্রাহ্য অপরাধ গণ্য করতে পারে। পাল্টা রাজ্যের (Government of West Bengal) তরফ থেকে এই সওয়ালের বিরোধিতা করা হয়।

Calcutta High Court

উভয়পক্ষের সওয়াল জবাব শেষে রায় দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলাকারীর জামিনের আবেদন খারিজ করার পাশাপাশি বিচারপতি বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, ফরেন্সিক ল্যাবের তরফ থেকে সরাসরি আদালতে এফএসএল রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে ফৌজদারি বিধিতে কোনও রকম বিধিনিষেধ নেই। সেই সঙ্গেই সেটি ওই মামলায় গ্রহণযোগ্য না হওয়ার কোনও কারণ নেই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর