বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুধু নন, স্বাস্থ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) রাশ নিজের হাতেই রেখেছেন তিনি। এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কোন কারণ? সোমবার চিকিৎসকদের সম্মেলন থেকে সেকথা খোলসা করলেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য দফতরের দায়িত্ব কেন নিজের হাতে রেখেছেন মমতা (Mamata Banerjee)?
আজ রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Health Department) তরফ থেকে ধনধান্য স্টেডিয়ামে ‘চিকিৎসার আরেক নাম সেবা’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে ডাক্তারদের এই সম্মেলন। জানা যাচ্ছে, এর জন্য আগেই নবান্নের তরফ থেকে ৬৭৫ জন কর্মরত ডাক্তারকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, চিকিৎসার আরেকটি মানে হল সেবা।
মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ‘চিকিৎসা ব্যবস্থায় যা কিছু সমস্যা, যা কিছু অপপ্রচার সেটা রুখতে চিকিৎসকদের এক হতেই হবে, রাজনীতির ঊর্ধ্বে উঠে। আপনাদের রঙ একটাই মানবিকতার ও সেবার। রাজনীতির কোনও রঙ দেখার দরকার আপনাদের নেই’।
আরও পড়ুনঃ রাজ্যের বিরোধিতাতেই সায়! বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
এদিনের সম্মেলন থেকে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের (Doctors) প্রশংসা করে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ছিলেন বলেই আজ এত ভালো সবকিছু হয়েছে। আগে আমি যেতাম শম্ভুনাথ, পিজি, মেডিক্যাল কলেজ- এসব সরকারি হাসপাতালে। সব জায়গায় ছোট ছোট গেট ছিল। কোনও দুর্ঘটনা ঘটলে সেখান থেকে বেরনোর উপায় নেই। তখনই আমরা আগে গেটগুলো বড় করি, হাসপাতাল রঙ করি, নাইট শেল্টারের বন্দোবস্ত করি। আগে দেখতে ভালো হওয়া দরকার, তারপর গুণ বিচার করা হবে’।
এরপরেই মমতা (Mamata Banerjee) জানান, তিনি কেন স্বাস্থ্য দফতরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘বামফ্রন্ট জমানায় চিকিৎসার অবহেলা হতো। একজন রাজ্যমন্ত্রীকে দিয়ে স্বাস্থ্য দফতর চালানো হতো। সেই কারণে সবকিছু টিম টিম করে চলতো। স্বাস্থ্য দফতর আমি একটাই কারণে নিজের কাছে রেখেছিলাম। কারণ আমার মনে হয়েছিল, একজন রাজ্যমন্ত্রীর পক্ষে এই দফতরের কাজ করা কখনওই সম্ভব নয়। কারণ এই বিষয়টায় সামগ্রিক নজর রাখতে হয়, দেখতে হয়।