বাংলাহান্ট ডেস্ক : এমনিতেই গত কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম (Gold Price)। এই আবহেই বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামীদিনে সোনার দাম বাড়তে পারে রেকর্ড পরিমাণ হারে। বিশেষজ্ঞদের অনুমান, এক ভরি অর্থাৎ ১০ গ্রাম সোনার মূল্য আগামী দেড়-দু বছরের মধ্যে ছুঁতে পারে ১.২৫ লক্ষ টাকার গণ্ডি। বর্তমানে সোনায় বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে লক্ষণীয়ভাবে।
সোনার দাম (Gold Price) বৃদ্ধি:
সেই পরিপ্রেক্ষিতে সোনার দাম (Gold Price) প্রতি আউন্সে ৩২০০ ডলার হওয়ার পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ড-ভিত্তিক ব্রোকারেজ ফার্ম ইউবিএস। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্রোকারেজ ফার্ম তাদের সোনার দাম আউন্সে ৩০০০ ডলারের লক্ষ্যমাত্রা নিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, সোনায় ৫% বিনিয়োগ রাখা উচিত মার্কিন ডলার-ভিত্তিক পোর্টফোলিওর ক্ষেত্রে।
আরোও পড়ুন : প্রথম সিরিয়ালেই চেনালেন জাত, জুটিতে সেরার পুরস্কার নিয়ে বিরাট চমক নায়িকার!
ব্রোকারেজ ফার্ম ইউবিএস একটি প্রতিবেদনে বলছে, “ট্রাম্প প্রশাসনের শুল্ক কর্মসূচির সঙ্গে সঙ্গে এবং বিশ্ব বাণিজ্যে বৃহত্তর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায়, সম্প্রতি মূল্যবান ধাতুগুলির উপর বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। বিশেষ করে, বর্তমান পরিবেশে বিনিয়োগকারীরা সোনা এবং রুপোকে মূল সুবিধাজনক বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পছন্দ করেন।”
আরোও পড়ুন : ডাক্তারদের জন্য বড় খবর! এবার প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিরাট ঘোষণা মমতার
এইচডিএফসি সিকিউরিটিজের মুদ্রা ও পণ্য বিভাগের প্রধান অনুজ গুপ্তও সম্প্রতি সোনার দাম বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন একটি ভারতীয় সংবাদমাধ্যমকে। অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের (জিজেসি) প্রাক্তন প্রেসিডেন্ট বলছেন, ১০ গ্রাম সোনার দাম আগামী তিন-চার মাসের মধ্যে পৌঁছাতে পারে ৮৯ থেকে ৯০ হাজার টাকায়।
একইসাথে তিনি বলেন, আগামী দেড়-দুই বছরের মধ্যে রেকর্ড ১,২৫,০০০ টাকার গণ্ডি ছুঁয়ে ফেলবে সোনার দাম। গোল্ডম্যান শ্যাক্সের পডকাস্টে বলা হয়েছে, সোনার দামের লক্ষ্যমাত্রা প্রতি আউন্সে ৩৫০০ ডলার হতে পারে বছরের শেষের দিকে। সোনার দাম বৃদ্ধির নেপথ্যে গোল্ডম্যান শ্যাক্স কেন্দ্রীয় ব্যাঙ্কের চাহিদা বৃদ্ধি ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) প্রবাহের প্রত্যাশিত বৃদ্ধিকেই দায়ী করেছে এই পডকাস্টে।