রত্নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে মামলা করতে চাইলেন কল্যাণ! ভরা এজলাসে তুলকালাম কাণ্ড

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ডিভোর্সের মামলাকে কেন্দ্র করে আরও একবার শুরু হয়েছে ব্যাপক চাপানউতর। এবার একেবারে প্রকাশ্যে শাসক দলের দুই নেতা-নেত্রীর মধ্যে শুরু হয়েছে তুমুল কাদা ছোড়াছুড়ি। কলকাতা হাই কোর্টের ভরা এজলাসে হাটে হাঁড়ি ভাঙছেন একে অপরের। ইতিমধ্যেই সংবাদমাধ্যমে মুখ খুলেছেন রত্না চট্টোপাধ্যায়। তারপরেই এদিন রত্নার বিরুদ্ধে মামলা করতে চাইলেন তৃণমূলের প্রবীণ নেতা তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর দাবি রত্না নাকি রীতিমতো হুমকি দিচ্ছেন তাঁকে।

এবার রত্নার বিরুদ্ধে মামলা করবেন কল্যাণ (Kalyan Banerjee)?

শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) ডিভোর্সের মামলায় শোভনের পক্ষে মামলা লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ঘটনার সূত্রপাত হয় ওই মামলার শুনানি চলাকালীন। গতসপ্তাহে মামলার শুনানিতে রত্না ও তাঁর পরিবার সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন কল্যাণ। তিনি দাবি করেন রত্না অকারণে মামলা দীর্ঘায়িত করছেন। নাম নিয়ে রত্নার বাবা দুলাল দাস সম্পর্কে তিনি বলেন, ‘আমি ওদের পরিবারের ইতিহাস-ভূগোল জানি।’

আদালতে কল্যাণের মন্তব্যের প্রতিক্রিয়া সংবাদমাধ্যমে মুখ খুলে ছিলেন রত্না। তিনি স্পষ্ট দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। তাঁর  সত্যি বলা উচিত। এরপর সোমবার আদালতের ভরা এজলাসে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তাঁকে নাকি রত্না হুমকি দিচ্ছেন। তাঁর কথায়, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে ইন্টারভিউ-এর মাধ্যমে রত্না আমাকে থ্রেট দিচ্ছে’। এখানেই শেষ নয় কল্যাণবাবুর অভিযোগ তার আইনজীবী মেয়ের নামেও নাকি কুৎসা করছেন রত্না।

আরও পড়ুন: জামিন পেলেও পিছু ছাড়ল না CBI, সিম কার্ড ফেরত পেলেন না টালা থানার প্রাক্তন ওসি

কড়া হুঁশিয়ারি দিয়ে কল্যাণ এদিন বললেন, ‘আমি হুমকিকে ভয় পাইনা। কিন্তু এটা কি আচরণ। আমি কোর্টের অফিসার, বর্ষিয়ান একজন আইনজীবী। এটা হাইকোর্ট। আদালত আমাদের অভিভাবক। অপরপক্ষ মামলা করলে আইনজীবীকে কি এইভাবে হুমকি দেওয়া যায়? সবটাই কি রাজনৈতিক প্লাটফর্ম? সব রেকর্ড আনা হোক’। এমনকি এদিন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই ঘটনা হাইকোর্ট ছাড়া অন্য জায়গায় হলে মার খেতে পারতেন তিনি।

Kalyan Banerjee Trinamool Congress

কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য রত্নার আইনজীবীর কাছে এদিন এই বিষয়ে প্রশ্ন করেন। জানা যাচ্ছে, আপাতত কিছুদিন পর আবেদন করার কথা জানিয়েছেন তিনি। নির্দেশ দিয়েছেন রত্না কী কী বলেছেন সেই রেকর্ড নিয়ে আসার জন্য।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর