খোদ প্রধানমন্ত্রীর নির্দেশ, কঠিন “চ্যালেঞ্জ”এর মুখে শ্রেয়া! কী করতে হবে বাঙালি গায়িকাকে?

বাংলাহান্ট ডেস্ক : কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। এতদিন নিজের সুরেলা কণ্ঠের জাদুতে আপামর দেশবাসীকে এবং দেশের বাইরের বাসিন্দাদেরও মুগ্ধ করে এসেছেন তিনি। এবার তাঁকে পরীক্ষায মুখে ফেললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক বিশেষ কাজ দিয়ে শ্রেয়াকে মনোনীত করেছেন তিনি। তালিকায় রয়েছেন আরো ৯ জন নামীদামী তারকা। ব্যাপারটা কী?

কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)

আসলে রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’। সেখানেই তাঁর কথায় উঠে আসে ওবেসিটির প্রসঙ্গ। ওবেসিটি বা অতিরিক্ত ওজন বৃদ্ধি বিশ্বের বহু দেশেই জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতেও ক্রমে মাথাচাড়া দিয়ে উঠছে এই রোগ। অতিরিক্ত ওজন বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন নরেন্দ্র মোদী (Narendra Modi) এদিন মন্তব্য করেন এই রোগের ক্ষতিকর দিকগুলি নিয়ে।

Narendra modi nominated shreya ghoshal for this task

ওবেসিটির বিরুদ্ধে লড়াই: মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, খাবারে কম তেল ব্যবহার করা এবং ওবেসিটির বিরুদ্ধে লড়াই করা শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। পরিবারের প্রতি এটা সকলের দায়িত্ব। ওবেসিটির বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন মোদী। খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে এই রোগের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। আর এর জন্যই সোমবার এক বিশেষ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আরো পড়ুন: প্রথম সিরিয়ালেই চেনালেন জাত, জুটিতে সেরার পুরস্কার নিয়ে বিরাট চমক নায়িকার!

কাদের মনোনীত করলেন: সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী (Narendra Modi) লিখেছেন, ‘গতকালের মন কি বাত অনুষ্ঠানে যেমনটা বলেছিলাম, ওবেসিটির বিরুদ্ধে লড়াইয়ে শক্তিবৃদ্ধি করতে এবং খাবারে ভোজ্য তেলের পরিমাণ কমানোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে কিছুজনকে আমি মনোনীত করতে চাই। তাঁদের প্রত্যেককে অনুরোধ করব আরো ১০ জনকে মনোনীত করতে যাতে এই উদ্যোগ আরো মজবুত হয়’।

আরো পড়ুন : মায়ের জীবনে “ভিলেন” মেয়ে, ‘মিশকা’ অহনার জন্যই “ঠকে” গিয়েছেন! সোশ্যাল মিডিয়ায় বিষ্ফোরক চাঁদনি

ওবেসিটির বিরুদ্ধে লড়াইয়ে মোট ১০ জনকে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই পোস্টে তিনি শ্রেয়া ঘোষালের সঙ্গে নাম উল্লেখ করেছেন অলিম্পিক পদকজয়ী মনু ভাকের, মীরাবাঈ চানু, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মোহনলাল, নিরাহুয়া হিন্দুস্তানি, সুধা মূর্তির নাম।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর