শোভনের মামলা লড়ায় জুটল অসম্মান! রত্নার বিরুদ্ধে হাইকোর্টে মামলা কল্যাণের

বাংলা হান্ট ডেস্কঃ শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) সাথে রত্না চট্টোপাধ্যায়ের (Ratna chatterjee) ডিভোর্সের মামলাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন তরজা। একেবারে প্রকাশ্যে একে অপরের দিকে পাল্টা কাদা ছোড়াছুড়িতে নেমে পড়েছেন তৃণমূলের প্রবীণ নেতা তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং রত্না চট্টোপাধ্যায়। শোভনের হয়ে মামলা লড়তে এসে শুক্রবারেই রত্নার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তিনি। আগেই রত্নার বিরুদ্ধে  আদালতে মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন কল্যাণ। আর এবার কাজেও করে দেখালেন তিনি। জানা যাচ্ছে,এবার কুরুচিকর মন্তব্য ও হেনস্থার অভিযোগ তুলে রত্নার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কল্যাণ।

রত্নার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন কল্যাণ (Kalyan Banerjee )

কল্যাণের অভিযোগ, বিবাহবিচ্ছেদ মামলায় শোভন চট্টোপাধ্যায়ের হয়ে তিনি হাইকোর্টে সওয়াল করার পর থেকে তাঁকে থ্রেট দিতে শুরু করেছেন রত্না চট্টোপাধ্যায়। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) সোমবার আদালতের উল্লেখ পর্বে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেছেন, ‘রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শুক্রবার আদালতে সওয়াল করেছি। তারপর থেকে প্রেস কনফারেন্স করে আমার নামে তিনি অসম্মানজনক মন্তব্য করে চলেছেন।’

অভিযোগ শুনে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন,’এর জন্য এই আদালত কী করতে পারে?’ জবাবে কল্যাণ (Kalyan Banerjee) বলেন ‘আমি একজন সিনিয়র আইনজীবী। আমার এতদিনের কর্মজীবনে এই ঘটনা কখনও ঘটেনি। আদালতের সুরক্ষা দেওয়া উচিত আমাকে।’ এছাড়াও তিনি জানান ঠিক এই জিনিস করা হয়েছে আলিপুর আদালতে। তাঁর আইনজীবী মেয়ের নামেও নাকি কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। অভিযোগ শুনে বিচারপতি এদিন মামলা দায়ের করার অনুমতি দেন। জানা যাচ্ছে, বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের এজলাসে আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।  

রত্না চট্টোপাধ্যায়ের পক্ষ নিয়ে এদিন একজন জুনিয়র আইনজীবী জানিয়েছেন উনি কোনো অপমানজনক মন্তব্য করেছেন এমন কোনো তথ্য নেই তাদের কাছে। জবাবে ভরা এজলাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এদিন পাল্টা বলেন,’আমি দ্বিচারিতা করছি বলেছেন। কি ধরনের আচরণ এগুলো? কেউ ওনার বিরুদ্ধে সওয়াল কর‍তে পারবে না? কেউ সাক্ষ দিতে পারবেন না?’

আরও পড়ুন: রত্নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে মামলা করতে চাইলেন কল্যাণ! ভরা এজলাসে তুলকালাম কাণ্ড

এখানেই শেষ নয় কল্যাণ (Kalyan Banerjee) এদিন আরও অভিযোগ করেছেন, ‘৪৩ বছর ধরে প্র‍্যাকটিস করছি। অনেক থ্রেট সহ্য করেছি আমি। কিন্তু এই রকম অসম্মানজনক কথা শুনিনি। আমার মেয়ের ফোনে অশালীন ভাষায় মেসেজ আসছে। এসব কি হচ্ছে? আমি আমার প্র‍্যাকটিসের জায়গায় সারাজীবন পরিষ্কার।’

Kalyan Banerjee

প্রসঙ্গত গত শুক্রবারই শোভনের হয়ে মামলা লড়ার সময় আদালতে কল্যাণ বলেন, ‘রত্না শুধু ড্রামা করে। আদালতে আসতে বললে আসে না। একজন বিধায়ক কি ভাষা বলেছেন আদালতে বলতে পারবনা। মামলা টেনে নিয়ে যাচ্ছ কেন।’ এরপরেই তিনি প্রশ্ন তোলেন, তার ভাই যদি খুব বড় সাক্ষী হয় তাহলে সে সাক্ষ্য দিতে আসে না কেন? অভিযোগ কখনও রত্না আসেন না তো কখনও সাক্ষী। এইভাবে দিন পিছিয়ে যাওয়ায় বিরক্ত হন তিনি। এরপর কল্যাণ এদিন বলেন, ‘শুধু রত্না কেন, আমি এদের পরিবারের ইতিহাস ভুগোল জানি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর