শীঘ্রই ঘোষণা হতে পারে বঙ্গ BJP-র নতুন সভাপতির নাম! দৌড়ে এগিয়ে কারা? চর্চায় এই ৫ নাম

বাংলা হান্ট ডেস্কঃ ফুলমার্কস তো দূর, চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফলই করতে পারেনি বিজেপি (BJP)। এক ধাক্কায় কমেছে আসন সংখ্যা। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শক্তিশালী শাসক শিবির। পাখির চোখ বিধানসভা ভোট। গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির রাজ্যে ধাক্কা খেলেও বালুরঘাট থেকে ফের জিতে সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীও করা হয়েছে তাকে। তারপর থেকেই জোড়ালো জল্পনা চলছে, শীঘ্রই বঙ্গ বিজেপির (BJP) নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। সুকান্তর উত্তরসূরি কে হবেন? সেই নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন সামনে আসছে বেশ কয়েকটি হেভিওয়েট নাম।

বঙ্গ বিজেপির (BJP) নতুন সভাপতির দৌড়ে এগিয়ে কারা?

গেরুয়া শিবিরের নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কারা থাকবেন ইতিমধ্যেই তা নিয়ে তুঙ্গে চর্চা। জল্পনা চলছে বেশ কয়েকজন ‘হেভিওয়েটে’র নাম নিয়ে। দাপুটে নেত্রী অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। এছাড়া বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি (State President) হওয়ার দৌড়ে উঠে আসছে জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চ্যাটার্জীদের নাম।

গত লোকসভা নির্বাচনে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন লকেট (Locket Chatterjee)। কিন্তু এ কথা অস্বীকার করার জায়গা নেই যে বঙ্গ বিজেপিতে অন্যতম মহিলা ‘মুখ’ এই লকেট চট্টোপাধ্যায়ই। শক্ত হাতে সামলেছেন বিজেপি মহিলা মোর্চার কমান্ডোর দায়িত্বও। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা শক্তি হিসেবে তিনি রাজ্য সভাপতি হওয়ার ‘লড়াই’য়ে থাকতে পারেন বলে মনে করছেন অনেকে।

চৰ্চা চলছে আরেক মহিলা মুখ অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নাম নিয়েও। শিল্পশহর আসানসোলে বিজেপির রাজ্যনেত্রী তথা বিধায়ক ঝাঁঝালো নেত্রী অগ্নিমিত্রা পালের নামও রয়েছে সুকান্তর উত্তরসূরির তালিকায়। সম্প্রতি বিধানসভার অধিবেশনে শাসক শিবিরের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন অগ্নিমিত্রা। যার কারণে বিধানসভা থেকে সাসপেন্ডও হতে হয়েছে তাকে। যদিও এই প্রথম নয়, বঙ্গ শাসকদলের বিরুদ্ধে বিদ্রোহী মেজাজে সর্বদাই সামনের সারিতে থাকেন অগ্নিমিত্রা।

এদিকে সম্প্রতি চর্চায় উঠে এসেছে নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নামও। ২০১৯ সালে অপ্রত্যাশিতভাবে কোচবিহার থেকে ভোটে জিতে গোটা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হন। সামলেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকও৷ তবে পাঁচ বছর পর ছন্দপতন। ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন নিশীথ। উত্তরবঙ্গের একমাত্র কোচবিহারে ঐতিহাসিক জয় পেয়েছে বঙ্গ শাসকদল। আসন ধরে রাখতে পারেননি নিশীথ। তবে স্বয়ং প্রধানমন্ত্রীর ‘প্রিয়পাত্র’ তিনি। ফের কোচবিহারের রাশ হাতে নিতে তুরুপের তাস হতে পারেন নিশীথ। তাই তার ‘ক্ষমতা’ ফেরাতে রাজ্য সভাপতির মত গুরুত্বপূর্ণ পদ উপহার দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।

ওদিকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর (Jyotirmay Singh Mahato) নাম নিয়েও বেশ জল্পনা চলছে। প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ আরএসএসের-ও ‘কাছের মানুষ’ জ্যোতির্ময়বাবু। যেহেতু এই বিষয়ে আরএসএসের সমর্থনের একটি বিষয় রয়েছে তাই পুরুলিয়ার সাংসদের নাম বারবার সামনে আসছে।

আর লাস্ট বাট নট দ্য লিস্ট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী (Debasree Chaudhuri)। ২৪-এ দিল্লিবাড়ির লড়াইয়ে তৃণমূলের শক্ত দুর্গ বলে পরিচিত দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী করেছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। তিনি এই আসনে জয় না পেলেও বিজেপির মাটি শক্ত করেছেন তার পুরোনো কেন্দ্র রায়গঞ্জে। বিজেপির মান রেখে রায়গঞ্জে ফের ফুটেছে গেরুয়া পদ্ম।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী ৷ তৃণমূলের প্রার্থীকে ভোটে হারান তিনি। ২০২৪ সালে এই কেন্দ্র থেকে টিকিট না পেলেও তার অক্লান্ত পরিশ্রম এবং দলের প্রতি আনুগত্যের জন্য বিজেপির রাজ্য সভাপতির পাকা টিকিট দেবশ্রী পেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।

bjp flag

আরও পড়ুন: আজ ঝেঁপে বৃষ্টি এই দুই জেলায়! ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় ইউটার্ন দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর

একাধিক ‘হেভিওয়েটে’র নাম নিয়ে জল্পনা কল্পনা চলেও বঙ্গ বিজেপির (BJP) পরবর্তী সভাপতি কাকে করা হবে তা চূড়ান্ত করবেন মোদী-শাহরাই। ২৬-র হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয় কিনা সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর