বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত (Vivek Gupta) নিজের নামের পোস্টার বার করে বিগত কয়েকদিন ধরেই বহুল প্রচারিত এমএলএ কাপের প্রচার করছিলেন। কিন্তু ওই পোস্টারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কারও ছবি ছিল না। যা মোটেই ভালো চোখে দেখেনি দল। তাই ওই পোস্টার ঘিরে বিবেক গুপ্তর বিরুদ্ধে অভিযোগ ওঠে এক্ষেত্রে তিনি ‘একলা চলো’ নীতিতে পোস্টার বার করেছেন।
বাতিল হল বিবেক গুপ্তর (Vivek Gupta) MLA কাপ
এখানেই শেষ নয়, বিবেক গুপ্ত (Vivek Gupta) ২৩ ফ্রেব্রুয়ারি রবিবার বড়বাজারের পোস্তা এলাকার যে জায়গায় এই একদিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন সেখানে আগে থেকেই ক্লাবের তরফ থেকে একটি বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল। তাঁদের কাছে ওই অনুষ্ঠান করার অনুমতিও ছিল। তাই বিবেক গুপ্তার এমএলএ কাপের প্রচার শুরু হতেই ওই ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ জানায় থানায়। এমনকি চিঠি দিয়ে বিষয়টি তাঁরা খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়েরও দৃষ্টি আকর্ষণ করেছেন।
আরও পড়ুন: লম্বা ছুটি! টানা ৪০ দিন বন্ধ থাকবে স্কুল, কীসের জন্য? ফের কবে খুলবে?
বড়বাজার সর্বজনীন শ্রী শ্রী কালীপুজো কমিটির তরফে থানায় অভিযোগ জানানো হয় বিবেক গুপ্তের (Vivek Gupta) পিএ পায়েল নাগ সহ আরও কয়েকজন প্রায় ৫০ জন গুন্ডা নিয়ে এসে ঝামেলা করছে। অভিযোগ মিলতেই পুলিশ এমএলএ বিবেক গুপ্তের ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করে দিয়ে বসে আঁকো প্রতিযোগিতা করার অনুমতি দিয়ে দেয়।
তারপরেই এদিন শান্তিপূর্ণভাবে এই বসে আঁকো প্রতিযোগিতা সম্পন্ন হয়। জানা যাচ্ছে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওখানকার কনভেনর শক্তিপ্রতাপ সিং, তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ আরও অন্যান্য নেতারা।