এবার চাকরি না করেও মিলবে নিশ্চিত পেনশন! কেন্দ্রীয় সরকারের নয়া ঘোষণায় খুশির হাওয়া 

বাংলা হান্ট ডেস্কঃ একটা নির্দিষ্ট বয়সের পর কমবেশি সকলেরই কাজ করার ক্ষমতা কমে যায়। শরীর দুর্বল হওয়ার সাথে সাথে লেগেই থাকে অসুখ-বিসুখ। সেইসাথে বাড়তে থাকে অর্থের প্রয়োজনীয়তাও। কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে অর্থ উৎপাদন করাটা খুবই সমস্যার। তাই তাঁদের মুশকিল আসানের জন্য এবার অত্যন্ত উপযোগী একটি প্রকল্প চালু করছে কেন্দ্রীয় সরকার (Central Governemnt)।

কেন্দ্রীয় সরকারের (Central Governemnt) নতুন প্রকল্প

সরকারি হোক বা বেসরকারি প্রত্যেক কর্মীদের জন্যই অবসরের পর পেনশন প্রকল্প থাকে। কিন্তু যে বা যাঁরা অন্য জীবিকাভিত্তিক অন্য কোনো পেশার সাথে যুক্ত সেই সমস্ত সাধারণ মানুষদের কোনো নির্দিষ্ট পেনশন প্রকল্প নেই বললেই চলে। তবে বয়সকালে অর্থের প্রয়োজন হয় সকলেরই। তাই তখন  সঞ্চয় করা অর্থ নিয়ে টানাপোড়েন চলে।

সমস্যা সমাধানের জন্য এবার কেন্দ্রীয় সরকারের (Central Governemnt) তরফে একটি নতুন প্রকল্প চালু করা হচ্ছে। কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে বহু মানুষ আর্থিক নিরাপত্তা পাবেন। নতুন এই প্রকল্পটির নাম সর্বজনীন পেনশন প্রকল্প (Universal Pension Scheme)। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয় এই প্রকল্প নিয়ে আলোচনা শুরু করেছে।

আরও পড়ুন: চাপে পড়ে বাতিল বিধায়ক বিবেক গুপ্তার MLA কাপ? পুলিশের অনুমতিতে বড়বাজারে হল বসে আঁকো প্রতিযোগীতা

কী কী সুবিধা পাওয়া যাবে?

সমস্ত সরকারি (Central Governemnt) পেনশন প্রকল্পকে এক ছাতার তলায় আনাই এই প্রকল্পটির মূল উদ্দেশ্য। জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের জন্য কভারেজ বৃদ্ধির করার সুযোগ পাওয়া যাবে। মনে করা হচ্ছে, এই পেনশন প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রের চাকরিজীবী, ব্যবসায়ী এবং স্ব-কর্মসংস্থানকারী গোষ্ঠী এবং সত্তা অন্তর্ভুক্ত থাকবে। শুধু তাই নয়, জানা যাচ্ছে ১৮-৬০ বছর বয়সী সকলেই এই প্রকল্পের অধীনে ৬০ বছর বয়সের পরে পেনশন পাবেন।

You can get money from Aadhaar Card

এখানে বলে রাখা ভালো, আমাদের দেশে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বেশ কয়েকটি উল্লেখযোগ্য এবং জনপ্রিয় পেনশন প্রকল্প চালু রয়েছে। কেন্দ্রীয় সরকার (Central Governemnt) পরিচালিত এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল অটল পেনশন যোজনা বা APY, জাতীয় পেনশন ব্যবস্থা বা NPS, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা বা PM-SYM, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PM-KMY এবং কর্মচারী পেনশন প্রকল্প ইত্যাদি। এমন অনেকেই আছেন যাঁরা এই প্রকল্পে বিনিয়োগ করে লাভবান হয়ে উঠেছে। জানা যাচ্ছে প্রত্যেকটি স্কিমে মোট ৬০ বছর বয়সের পর একাধিক সুবিধা পাওয়া যাবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর