নবান্নর নিরাপত্তা জোনের বাইরেও কেন পুলিশি হস্তক্ষেপ? হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে এবার পুলিশ কমিশনার

বাংলা হান্ট ডেস্কঃ নবান্নের ১০০ মিটারের বাইরে চলছিল নির্মাণ কাজ। কিন্তু আচমকা পুলিশ গিয়ে আটকে দিয়েছিল সেই কাজ। ইতিমধ্যেই এই মামলার জল গড়িয়েছে হাইকোর্টে (Calcutta High Court)। নির্মাণ কাজে হস্তক্ষেপের পরেই এবার আদালতে প্রশ্নের মুখে পড়ল পশিমবঙ্গ রাজ্য সরকার।

কলকাতার পুলিশ কমিশনারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)

বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতে (Calcutta High Court) মামলা করেছিলেন এক ব্যক্তি। ওই মামলার শুনানি চলাকালীন আদালতে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য। প্রশ্ন তুলে হাইকোর্ট এদিন জানতে চাইল, ‘নবান্নর নিরাপত্তা জোনের বাইরেও কেনা পুলিশি হস্তক্ষেপ করছে?’ আদালত সূত্রে খবর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার রিপোর্ট তলব করেছেন বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda)। এছাড়া আরও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে।

প্রসঙ্গত নবান্নের ১০০ মিটারের বাইরে একটি বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছিল। কিন্তু নিরাপত্তার স্বার্থে সেই বিল্ডিংয়ের নির্মাণ কাজ বন্ধ করে দেয় পুলিশ। তারপর ওই নির্মাণ কাজ আবার চালু করার অনুমতি চেয়ে মামলা করা হয় হাই কোর্টে।

আরও পড়ুন: পিক আ্যান্ড চুজ পদ্ধতি চলছে? এবার রিপোর্ট তলব করল ক্ষুব্ধ হাইকোর্ট, কোন মামলায়?

জানা যাচ্ছে, এই মামলায় মামলাকারী প্রশ্ন করেছিলেন,’মানুষ কি পুলিশ রাজ্যে বাস করছে?’ এরপরই বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন, ‘প্রশাসনিক কার্যালয় নবান্ন ভবন ছাড়া আর কোন এলাকা সিকিউরিটি জোনের মধ্যে পড়ে তার নোটিফিকেশন দেখান! এটা দেখতে পেলে খুশি হব।’

High

এখানেই শেষ নয় বিচারপতি এদিন আরও প্রশ্ন করেন,’রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্নের নিরাপত্তা নিয়ে হাই কোর্ট সচেতন হলেও রাজ্য নিজে কি সচেতন?’ একইসাথে এদিন তিনি জানতে চান, নবান্নর নিরাপত্তা জোনের মধ্যে যে এলাকা নেই সেখানে কেন পুলিশ পদক্ষেপ নিচ্ছে? এরপরেই এদিন কলকাতার পুলিশ কমিশনারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর