উপস্থিত থাকবেন ২৫,০০০ দর্শক! চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে ভারত?

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই সেমিফাইনালিস্ট কার্যত নিশ্চিত হয়েছে। ভারত (India) ও নিউজিল্যান্ড টুর্নামেন্টের গ্রুপ “এ” থেকে সেমিফাইনালের টিকিট “কনফার্ম” করেছে। এমতাবস্থায়, নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৪ মার্চ টিম ইন্ডিয়া সেমিফাইনালের ম্যাচ খেলবে। যা হবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল।

সেমিফাইনালে কার মুখোমুখি হবে ভারত (India):

তবে, বড় প্রশ্ন হল সেমিফাইনালের ম্যাচে রোহিত বাহিনী কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে? বর্তমানে পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ আগামী ২ মার্চ। যেটা তারা খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে ভারত (India)। তবে, সেক্ষেত্রেও ভারতের সেমিফাইনাল ম্যাচের তারিখ পরিবর্তন হবে না। অর্থাৎ ভারত সেমিফাইনাল খেলবে আগামী ৪ মার্চ।

Which team will India face in semi-finals of Champions Trophy.

২৫,০০০ দর্শক উপস্থিত থাকবেন: ICC চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ অর্থাৎ ভারতের (India) সেমিফাইনাল ম্যাচটি দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হবে। ওই স্টেডিয়ামের ২৫,০০০ দর্শক খেলা দেখতে পারেন। এমতাবস্থায়, ওই ম্যাচে দর্শক সংখ্যা পূর্ণ থাকবে বলেই অনুমান করা হচ্ছে। তবে, প্রত্যেকেই যেটা জানতে চাইছেন সেটা হল সেমিফাইনালে পৌঁছে যাওয়া টিম ইন্ডিয়া কার মুখোমুখি হবে?

আরও পড়ুন: বিনিয়োগকারীদের খুলল কপাল! Tata Group-এর এই কোম্পানি আনছে বড় চমক

ভারত সেমিফাইনাল খেলবে কার বিরুদ্ধে: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফরম্যাট অনুযায়ী, আগামী ৪ মার্চ হবে প্রথম সেমিফাইনাল। যেখানে ভারত (India) “বি” গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। বর্তমানে আমরা যদি “বি” গ্রুপের কথা বলি সেক্ষেত্রে সেমিফাইনালিস্ট এখনও ঠিক হয়নি। ওই গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে ইংল্যান্ড এবং চতুর্থ স্থানে রয়েছে আফগানিস্তান। কিন্তু এখনও পর্যন্ত ওই দলগুলি মাত্র ১ টি করে ম্যাচ খেলেছে।

আরও পড়ুন: “যখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়…..”, মোদীর প্রশংসায় পঞ্চমুখ আদানি, স্পষ্ট জানালেন….

তাই, “বি” গ্রুপের পয়েন্ট টেবিলে কোন দল শীর্ষে থাকে সেটাই এখন দেখার বিষয়। ফরম্যাট অনুযায়ী “বি” গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দলটি টিম ইন্ডিয়ার (India) বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে আগামী ৫ মার্চ। যেখানে “বি” গ্রুপের পয়েন্ট টেবিলের প্রথম দলের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচটি সম্পন্ন হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর