বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইরানের সঙ্গে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের লেনদেনের জন্য ৪ টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা (India-America)। মূলত, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরানের বিরুদ্ধে চাপ বাড়ানোর নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকার বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গিয়েছে। যার অধীনে, মার্কিন বিদেশ মন্ত্রক একাধিক দেশের ৩০ জন এবং ৪ টি ভারতীয় সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
৪ টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা (India-America):
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, যে ৪ টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার মধ্যে একটি হল নাভি মুম্বাইতে স্থিত ফ্লাক্স মেরিটাইম এলএলপি। এটি ছাড়াও, NCR থেকে পরিচালিত বিএসএম মেরিন এবং অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, আমেরিকা (India-America) তাঞ্জাভুরে স্থিত কসমস লাইনকেও নিষিদ্ধ করেছে।
প্রথম ৩ টি কোম্পানিকে ইরানের তেলবাহী জাহাজের ব্যবস্থাপনার দায়িত্ব নিতে নিষেধ করা হয়েছে। অপরদিকে, কসমস লাইন ইরানের তেল পরিবহনে জড়িত থাকার জন্য নিষিদ্ধ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী ও হংকংয়ের তেল দালালদের ওপরেও আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া ভারত ও চিনের ট্যাঙ্কার অপারেটরকেও নিষিদ্ধ করেছে আমেরিকা (India-America)। বিষয়টির পরিপ্রেক্ষিতে মার্কিন বিদেশ দফতরের এক বিবৃতিতে বলা হয়, ইরানের তেল থেকে আয় চরমপন্থী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। তাই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এমতাবস্থায়, যে কোম্পানিগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলির সাহায্যে ইরান লক্ষ লক্ষ ব্যারেল তেল পরিবহণ করত।
আরও পড়ুন: উপস্থিত থাকবেন ২৫,০০০ দর্শক! চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে ভারত?
শুধু তাই নয়, আমেরিকা ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। যেখানে বলা হয়েছে ইরান তেল থেকে প্রাপ্ত আয় বিশ্বব্যাপী নিরাপত্তাকে প্রবাহিত করার কাজে ব্যবহার করেছে। এমনকি, তারা এই অর্থ দিয়ে পরমাণু হুমকিও তৈরি করেছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত কর্মসূচিও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, এটাও দাবি করা হচ্ছে জেজ সন্ত্রাসীবাদী গোষ্ঠীগুলিকেও ইরান শক্তিশালী করেছে বলে। আমেরিকা বলেছে, যেসব প্রতিষ্ঠান ইরানের তেল পরিবহণ করে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকারের মতে, এশিয়ার বাজারে ইরানের তেল বিক্রি হয়েছে। জানিয়ে রাখি যে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোরতা বাড়িয়েছে। ট্রাম্প প্রশাসন বলেছে যে ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। যাতে তারা অর্থ সংগ্রহ করতে না পারে এবং সন্ত্রাসবাদে ব্যয় করতে না পারে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের খুলল কপাল! Tata Group-এর এই কোম্পানি আনছে বড় চমক
তবে এই প্রথম নয় যে, আমেরিকা (India-America) ভারতীয় কোম্পানিগুলির ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে অক্টোবরে ভারতে স্থিত কোম্পানি গাব্বারো শিপ সার্ভিসেসকেও নিষিদ্ধ করেছিল আমেরিকা। শুধু তাই নয়, গত বছরের অগাস্ট ও সেপ্টেম্বরে আরও ৩ টি কোম্পানিকে নিষিদ্ধ করেছিল আমেরিকা। সেই সময় আমেরিকা এটা জানিয়েছিল যে ওই সংস্থাগুলি রাশিয়ান LNG পরিবহণ করেছে বলে তাদের নিষিদ্ধ করা হয়েছে।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে