বাংলা হান্ট ডেস্ক: এবার একইসাথে ভারতের দুই শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি এবং গৌতম আদানি আসামে বড় বিনিয়োগের ঘোষণা করেছেন। এছাড়াও, দেশের (India) ওই রাজ্যে বিরাট অঙ্কের বিনিয়োগের ঘোষণা করেছে টাটা গ্রুপ। মূলত, “অ্যাডভান্টেজ আসাম” ব্যবসায়িক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলি উত্তর-পূর্বের এই রাজ্যে ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন সহ এনার্জি, রিটেল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরে বিনিয়োগের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মঙ্গলবার এই বিজনেস সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী মোদী জানান যে, আসাম স্টার্ট-আপগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে এবং শীঘ্রই এটি উত্তর-পূর্ব অঞ্চলে ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠবে।
দেশের (India) এই রাজ্যে বিপুল বিনিয়োগ:
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে: ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি মঙ্গলবার বলেছেন যে তাঁর কোম্পানি আগামী ৫ বছরে দেশের (India) এই রাজ্যে ৫ টি ভিন্ন খাতে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। “অ্যাডভান্টেজ আসাম” বিজনেস সামিটে বক্তৃতা দিতে গিয়ে আম্বানি বলেন, আসামকে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জন্য প্রস্তুত করতে অর্থ বিনিয়োগ করা হবে।
তিনি বলেন, “২০১৮ সালের বিনিয়োগ সম্মেলনে, আমি ৫,০০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছিলাম তারপর থেকে বিনিয়োগ ১২,০০০ কোটি টাকা অতিক্রম করেছে। এই পরিমাণ এবার ৪ গুণ হবে এবং আমরা আগামী ৫ বছরে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করব। আম্বানি আরও জানান, যেসমস্ত ক্ষেত্রে এই পরিমাণ বিনিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে গ্রিন এবং পারমাণবিক শক্তি, খাদ্য এবং পণ্য সরবরাহের চেইন এবং রিলায়েন্সের রিটেল দোকানের সম্প্রসারণ।
আরও পড়ুন: শুরু ট্রাম্পের অ্যাকশন, আচমকাই এই ৪ টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা
আদানি গ্রুপ ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে: এদিকে, আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি বলেছেন যে, তাঁর গ্রুপ আসামের বিভিন্ন সেক্টরে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। “অ্যাডভান্টেজ আসাম” সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ওই রাজ্য এবং উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়নের জন্য আদানি গ্রুপ ভবিষ্যতে আরও বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” আদানির মতে, “আমরা আসামের অগ্রগতির কাহিনির অংশ হতে আগ্রহী। আসামে আমরা ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করব। এই বিনিয়োগট বিমানবন্দর থেকে শুরু করে অ্যারোসিটি, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, পাওয়ার ট্রান্সমিশন, সিমেন্ট এবং রাস্তা নির্মাণের মতো সেক্টরে করা হবে।” তিনি আরও জানান, “আসাম উন্নয়ন ত্বরান্বিত করার অবস্থানে রয়েছে। নিজেদের এবং রাষ্ট্রের জন্য ভবিষ্যতের পথ প্রশস্ত করা আমাদের অঙ্গীকার এবং দৃষ্টিভঙ্গি।”
আরও পড়ুন: উপস্থিত থাকবেন ২৫,০০০ দর্শক! চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে ভারত?
বড় ঘোষণা টাটা গ্রুপের: এদিকে, টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন, “অ্যাডভান্টেজ আসাম” বিজনেস সামিটে জানান, টাটা গ্রুপ আগামী কয়েক বছরে আসামে একটি বড় ইলেকট্রনিক ম্যানুফাকচারিং ইউনিটে বিনিয়োগ করবে এবং গ্রিন এনার্জি সেক্টরে রাজ্য সরকারের সাথে সহযোগিতা করবে। চন্দ্রশেখরন জানান, “আসামের সাথে টাটা গ্রুপের একটি দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।” তিনি জাগিরোডে স্থাপিত ২৭,০০০ কোটি টাকার সেমিকন্ডাক্টর ইউনিটকে “রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ” হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, “দেশের (India) ওই রাজ্যের প্রতি গ্রুপের প্রতিশ্রুতি এগিয়ে নিয়ে গিয়ে শীঘ্রই আরেকটি বড় ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিটে বিনিয়োগ করা হবে।” চন্দ্রশেখরন জানান যে, গ্রুপটি গ্রিন শক্তি সেক্টরে রাজ্য সরকারের সাথে অংশীদার হবে এবং সোলার এবং অন্যান্য পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে