সাবধান! মহাশিবরাত্রিতে এই কাজ করলেই বিপদ! ভয়ঙ্কর রেগে যাবেন মহাদেব

বাংলাহান্ট ডেস্ক : মহা শিবরাত্রিতে (Maha Shivratri 2025) ভদ্রার ছায়া। এবারে মহা শিবরাত্রি পড়েছে ২৬ শে ফেব্রুয়ারি। সকাল ১১:০৮ টা থেকে রাত ১০:০৫ টা পর্যন্ত শুভ সময় রয়েছে মহা শিবরাত্রির। এমনিতেই মহা শিবরাত্রি হিন্দুদের কাছে খুবই শুভ দিন হিসেবে পরিচিত। ভগবান শিব এবং পার্বতীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভক্তি ভরে পুজো করলেন উপযুক্ত ফল লাভ করা যায়।

মহা শিবরাত্রির (Maha Shivratri 2025) নিয়ম

সারাদিন ধরে চার প্রহরে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। তবে এবারের শিবরাত্রিতে ভদ্রার ছায়া পড়ার কারণে কোন চিন্তার কারণ নেই। এই বিশেষ দিনে মন্দিরে গিয়ে শিবের পূজা দিন কিংবা ঘরের শিব ঠাকুর কে পুজো দিন। অবশ্যই চার প্রহরে দুধ, দই, গঙ্গা জল, ঘি, এবং বেল পাতা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করান।

আরোও পড়ুন : আজকের রাশিফল ২৬ ফেব্রুয়ারি, কেরিয়ারে বাজিমাত এই চার রাশির

তবে এবারের শিবরাত্রি (Maha Shivaratri 2025) শুভর সময় কোনগুলো চলুন জেনে নেওয়া যাক। ফাল্গুনী কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি ২৬ শে ফেব্রুয়ারি ২০২৫ এ সকাল ১১ টা ৮ মিনিটে শুরু হবে এবং শেষ হবে পরের দিন ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ সকাল ৮:৫৪ মিনিটে। উপবাসের সময় সকাল ০৬:৪৮ থেকে ০৮:৫৪ পর্যন্ত। পুজোর শুভ মুহূর্ত রাত ১২:০৯ থেকে রাত ১২:৫৯ মিনিট পর্যন্ত।

আরোও পড়ুন : একী কাণ্ড! লোকসানে চলছে টাটা গ্রুপের এই ব্যবসা, বড় পদক্ষেপের পথে সংস্থা

হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি (Maha Shivaratri 2025) ব্রত। এই দিন ভক্তরা দেবাদিদেব মহাদেবের জন্য উপবাস করে থাকেন। সারাদিন উপবাস করে জলাভিষেক এবং রুদ্রাভিষেক করান শিবলিঙ্গে। এই বছর মহা শিবরাত্রি উপলক্ষে ফাল্গুনী কৃষ্ণ চতুর্দশী তিথি ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১:০৮ টা থেকে ২৭শে ফেব্রুয়ারি সকাল ৮:৫৪ টা পর্যন্ত থাকবে।

dont-do-these-in-maha-shivratri-2025

জ্যোতিষীরা বলছেন, চলতি বছরের শিবরাত্রিতে ভদ্রার ছায়া পড়েছে। শুভ মাঙ্গলিক কাজকর্মে ভদ্রা অশুভ প্রভাব বিস্তার করে। তবে দেবদেবীদের পুজো অর্চনায় ভদ্রার কোন ছায়া পড়ে না। তাই শিবের পূজায় ভদ্রা কোন অশুভ প্রভাব বিস্তার করতে পারবে না।  মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে কখনোই নিবেদন করবেন না তুলসী পাতা। এছাড়াও ডাবের জলও অর্পণ করবেন না এবং অর্পণ করবেন না হলুদ, সিঁদুর ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর