বাংলাহান্ট ডেস্ক: চলতি মাসের শুরুতে রেপো রেট হ্রাস করে ৬.২৫ বেসিস পয়েন্টে এনেছে রিজার্ভ ব্যাংক। রেপো রেট পরিবর্তনের ফলে বদল ঘটেছে ব্যাংকের সুদের হারে। একদিকে যেমন গৃহ ঋণ, গাড়ি ঋণের ক্ষেত্রে সুদ কমার সম্ভাবনা দেখা দিয়েছে, পাশাপাশি সুদের হারে রদবদল ঘটছে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit)।
ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বদল
সরকারি ব্যাংকের (Bank) পাশাপাশি বেশকিছু বেসরকারি ব্যাংকও হাঁটছে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হার পরিবর্তনের পথে। এবার ফিক্সড ডিপোজিটের সুদের হারে পরিবর্তন আনল দেশের অন্যতম দুটি পরিচিত বেসরকারি ব্যাংক।
আরোও পড়ুন : আজকের রাশিফল ২৬ ফেব্রুয়ারি, কেরিয়ারে বাজিমাত এই চার রাশির
সম্প্রতি DCB BANK ও INDUSIND BANK বদল ঘটিয়েছে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হারে। আপনি যদি এই দুই ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেখে নিন ফিক্সড ডিপোজিটের উপর নতুন সুদের হার (Rate of Interest)।
আরোও পড়ুন : একী কাণ্ড! লোকসানে চলছে টাটা গ্রুপের এই ব্যবসা, বড় পদক্ষেপের পথে সংস্থা
•DCB BANK : ১ বছরের ফিক্সড ডিপোজিটের উপর DCB BANK সাধারণ গ্রাহকদের প্রদান করবে ৭.১ শতাংশ সুদ। পাশাপাশি ১ বছরের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন ৭.৬ শতাংশ হারে সুদ। ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে DCB BANK সাধারণ গ্রাহকদের দিচ্ছে ৭.৫ শতাংশ হারে সুদ, ব্যাংকের প্রবীণ গ্রাহকরা ২ বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন ৮ শতাংশ হারে সুদ। ৩ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭.৫% ও প্রবীণ গ্রাহকদের ৮% হারে সুদ প্রদান করছে ডিসিবি ব্যাংক।
• INDUSIND BANK : ১ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭.৭৫ শতাংশ ও প্রবীণ গ্রাহকদের ৮.২৫% হারে সুদ প্রদান করছে INDUSIND BANK। ২ বছরের ফিক্সড ডিপোজিটে বেসরকারি এই ব্যাংক সাধারণ গ্রাহকদের ৭.৭৫ শতাংশ ও প্রবীণ গ্রাহকদের ৮.২৫ শতাংশ হারে সুদ প্রদান করছে। ৩ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা পেয়ে যাবেন ৭.২৫% ও প্রবীণ গ্রাহকরা পেয়ে যাবেন ৭.৭৫% হারে সুদ।