বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর কুম্ভমেলায় (Kumbh Mela) উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। চলতি বছরও এর অন্যথা হয়নি। তবে এবার শোনা যাচ্ছে, ১৪৪ বছর পর মহাকুম্ভ (Mahakumbh) মেলা হচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই নানান মহল থেকে নানান প্রশ্ন তোলা হছে। এই আবহে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
মহাকুম্ভ নিয়ে ফের খোঁচা মমতার (Mamata Banerjee)!
একটি মহল থেকে দাবি করা হচ্ছে, ‘১৪৪’ বছর নিয়ে হইচই হলেও, আসলে প্রত্যেক ১২ বছর অন্তর মহাকুম্ভ মেলা হয়। তবে এবার যে বিশেষ যোগে মহাকুম্ভ হচ্ছে, সেটা ১৪৪ বছর পর হয়েছে। মঙ্গলবার সেকথাই বলেন মমতা। একইসঙ্গে পরিষ্কার করে দেন, মানুষের ধর্মীয় আস্থা বিশ্বাসের দিক থেকে মহাকুম্ভ নিয়ে তিনি কিছু বলেননি। বরং মেলা আয়োজনে উত্তরপ্রদেশ সরকারের যে সকল ত্রুটি রয়েছে সেই বিষয়ে সরব হয়েছেন তিনি।
গতকাল এই বিষয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ‘আমি যতটুকু শুনেছি, আমার যদি ভ্রান্তি থাকে, আপনারা তাহলে সংশোধন করে দেবেন। ১৪৪ বছর পর কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছেন বলে… একতরফা প্রচার চলছে’।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, যে সকল মানুষ কুম্ভস্নান (Kumbh Mela 2025) করছেন, তিনি তাঁদের ব্যাপারে কিছু বলছেন না। তাঁদের প্রতি সম্মান রয়েছে তাঁর। কে কোথায় পুণ্যস্নান করবেন, কী খাবেন সেটা সকলের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে ১৪৪ বছর পর মহাকুম্ভ হওয়ার যে প্রচার করা হচ্ছে, সেটা নিয়েই তিনি সরব হচ্ছেন।
মমতার কথায়, ‘আমি একটু এই বিষয়ে অজ্ঞ আছি। কেউ যদি বিশিষ্ট মানুষ থাকেন, তাঁদের কাছে আমি অনুরোধ করব, যে আপনারা গবেষণা করে আমাদের জানাবেন, সঠিক সত্যটা কী, সঠিক তথ্যটা কী’।
মমতা (Mamata Banerjee) এদিন বলেন, দুর্ঘটনা ঘটতেই পারে। তবে কারোর যদি দোষ থাকে, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টি কাম্য নয়। কারোর ডেথ সার্টিফিকেট না দেওয়ার বিষয়টি কাম্য নয় বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘যোগী সাহেব আমায় যতই গালাগালি দিন, তাতে আমার ফোসকা পড়বে না’।