বাংলা হান্ট ডেস্কঃ বহু অপেক্ষার অবসান। ৪ বা ৫ % নয়, এক ধাক্কায় ১২% অবধি বাড়ল ডিএ (Dearness Allowance)। রাজ্য সরকারের (State Government) এহেন সিদ্ধান্তে খুশি সে রাজ্যের ১৭ লক্ষ কর্মী। পঞ্চম বেতন কমিশনের অপরিবর্তিত বেতন স্কেলের অধীনে সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ১২ শতাংশ বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সে মর্মে নির্দেশ জারি হয়েছে। বর্ধিত ডিএ ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হবে।
রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি- Dearness Allowance
দোলের আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য এল সুখবর। এক ধাক্কায় ১২ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance DA) বাড়ানোয় যথেষ্টই খুশি তারা। ঘটনাস্থল মহারাষ্ট্র। সেই রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। সরকারি রেজোলিউশন (জিআর) অনুসারে, ডিএ ৪৪৩ শতাংশ থেকে ১২ % ডিএ বৃদ্ধি করে ৪৫৫ শতাংশ করা হয়েছে।
সরকার তরফে জানানো হয়েছে বর্ধিত ডিএ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গ প্রদান করা হবে, যার মধ্যে ১ জুলাই, ২০২৪ থেকে ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত বকেয়া মিলবে। অর্থাৎ মোটা টাকা পাবেন সরকারি কর্মীরা। বেশ কিছু সময় ধরে সে রাজ্যের সরকারি কর্মচারীরা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবি করে আসছেন। এই পরিস্থিতিতে বর্তমান মুদ্রাস্ফীতির হারের কথা মাথায় রেখে সরকার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সরকারি কর্মচারীরা। বিগত সাত মাসের বকেয়া ডিএ এখন ফেব্রুয়ারির বেতনের সাথে অন্তর্ভুক্ত করা হবে। ফলে যথেষ্টই খুশি তারা। এখানেই উঠছে বাংলার প্রসঙ্গ। কেন্দ্রের দেখানো পথে হেঁটে একাধিক রাজ্য ডিএ বাড়ালেও পশ্চিমবঙ্গের চিত্রটা একেবারেই ভিন্ন। ২০২৫-‘২৬ অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তি হয়েছে, তবে মাত্র ৪ শতাংশ।বাজেটে বাংলার সরকারি কর্মীদের জন্য ৪% ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে মমতা সরকার। যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ (DA)।
উল্লেখ্য, বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। নয়া ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বেড়ে হল ১৮%। যা পয়লা এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে। এদিকে ডিএ সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে। আগামী মাসে সেই মামলার শুনানি।