বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের আলু চাষিদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। এরপরেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই জল ছাড়ার জন্য ডিভিসিকে নিশানা করেন তিনি।
চাষিদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ রাজ্যের (Government of West Bengal)!
গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঘোষণা করেন, আলুর নূন্যতম সহায়ক মূল্য ঠিক করা হয়েছে কুইন্টাল প্রতি ৯০০ টাকা। মমতা বলেন, ‘আলু কেনার জন্য আমরা একটা মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি রেট বলি, আমরা আলু চাষিদের জন্য কুইন্টাল প্রতি ৯০০ টাকা করেছি। এটা তাঁদের অভাবি সেল বন্ধ করতে সাহায্য করবে’।
এরপরেই জল ছাড়ার জন্য ডিভিসিকে (DVC) তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘মাঝে একটু বৃষ্টি হয়েছে। ডিভিসিকে জল ছাড়তে বারণ করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ছেড়েছে। সেই কারণে খেতে যে আলু ভিজে গিয়েছে, আমাদের সরকার তার অনেকখানি কিনে নিয়েছে। এগুলো আমরা সুফল বাংলায় বিক্রি করে দেব। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে, সেগুলো শস্যবিমার মাধ্যমে কভার হবে। আমাদের চাষিদের ক্ষতিপূরণ হিসেবে সেখানে ৩২১ কোটি টাকা দিতে হবে। তাঁরা যাতে কোনও অভাব অনুভব না করেন, সমস্যায় না পড়েন’।
আরও পড়ুনঃ বাড়ি ভাড়া দিচ্ছেন না তৃণমূল সাংসদ মহুয়া! সুর চড়ালেন তরুণজ্যোতি তিওয়ারি! BJP নেতার পোস্টে তোলপাড়
উল্লেখ্য, গত শনিবার চাষের কারণে ছাড়া ডিভিসির জলের চাপে হুগলির বলাইচক অঞ্চলে চিংড়া খালের বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকে যায়। এর ফলে হুগলির কিছু অংশ ভাসে ও তারপর সেই জল হাওড়ার উদয়নারায়ণপুরে ঢুকে আলুর খেত নষ্ট করে দেয়। চাষিদের অভিযোগ, ইতিমধ্যেই প্রায় ৭০০ বিঘা জমির আলু বরবাদ হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই বলাইচকে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। ফলে নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা হ্রাস পেয়েছে। তবে উদয়নারায়ণপুরে জমা জল ক্রমেই নীচে নামছে বলে খবর। এই আবহে এবার চাষিদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল রাজ্য (Government of West Bengal)। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।