বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ চলাকালীন নির্ধারিত নিরাপত্তা দায়িত্ব পালন করতে অস্বীকার করার জন্য পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব পুলিশের ১০০ জনেরও বেশি পুলিশ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার পুলিশ এই তথ্য জানিয়েছে।
ডিউটি করতে চাইছেন না পাকিস্তানি (Pakistan) পুলিশ কর্মীরা:
জানা গিয়েছে, যে সকল পুলিশ কর্মীদের দরখাস্ত করা হয়েছে তাঁরা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার সদস্য। এই প্রসঙ্গে পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব পুলিশের একজন আধিকারিক মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন বেশ কয়েকটি ক্ষেত্রে দায়িত্ব থেকে অনুপস্থিত থাকার পরে ১০০ জনেরও বেশি পুলিশ আধিকারিক ও কর্মচারীদের তাঁদের পদ থেকে অপসারণ করা হয়েছে। এদিকে, অনেকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে অস্বীকার করেছেন বলেও জানা গিয়েছে।
তিনি বলেন, “লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নির্ধারিত হোটেলের মধ্যে সফর করা দলগুলির নিরাপত্তা দিতে ওই পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়েছিল। কিন্তু তাঁরা হয় অনুপস্থিত ছিলেন অথবা স্পষ্টভাবে তাঁদের দায়িত্ব নিতে অস্বীকার করেন।”
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতীয় পতাকা ওড়ানোর জের! পাকিস্তানে গ্রেফতার অনুরাগী, ভাইরাল ভিডিও
ওই আধিকারিক আরও বলেছেন যে, আইজিপি পাঞ্জাব উসমান আনোয়ার বিষয়টি বিবেচনা করেছেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “আন্তর্জাতিক টুর্নামেন্টের নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতির কোনও সুযোগ নেই।”
আরও পড়ুন: একী কাণ্ড! লোকসানে চলছে টাটা গ্রুপের এই ব্যবসা, বড় পদক্ষেপের পথে সংস্থা
যদিও, বরখাস্ত করা পাকিস্তানি (Pakistan) পুলিশ কর্মীরা কেন তাঁদের দায়িত্ব পালনে অস্বীকার করেন সেই বিষয়ে অফিশিয়ালি কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে, বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে, বরখাস্ত করা পুলিশ কর্মীরা দীর্ঘ সময় দায়িত্ব পালনের কারণে কাজের অতিরিক্ত বোঝা অনুভব করছিলেন। সেই কারণে তাঁরা হয়তো অতিরিক্ত কাজের জন্য অস্বীকার করেন।