শেয়ার বাজার, PPF নাকি সোনা? কোথায় বিনিয়োগ করলে হবেন বেশি লাভবান? জানুন বিস্তারিত

বাংলাহান্ট ডেস্ক : ভবিষ্যতের কথা চিন্তা করে প্রত্যেকের উচিত সঠিক বিনিয়োগ (Investment) মাধ্যম বেছে নেওয়া। ব্যাংক বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের পাশাপাশি বর্তমানে ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে শেয়ার বাজার (Share Market), সোনা (Gold) ও পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)।

বিনিয়োগে (Investment) লাভের হিসেব

বহু ক্ষেত্রেই বিনিয়োগকারীরা অবসরকালীন জীবনের কথা ভেবে বিনিয়োগ করে থাকেন বিভিন্ন খাতে। আবার অনেকেই ভবিষ্যতে বাড়ি বা গাড়ি কেনার জন্য শুরু করেন বিনিয়োগ। আজকের প্রতিবেদনে আমরা শেয়ার বাজার, সোনা ও পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (Public Provident Fund) তুলনামূলক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের।

আরোও পড়ুন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিউটি ​​করতে চাইছেন না পাকিস্তানি পুলিশ কর্মীরা, কারণ জানলে হবেন অবাক

শেয়ার বাজার : মূলত দুটি পদ্ধতিতে বিনিয়োগ করা যায় শেয়ার বাজারে। প্রথমত সরাসরি শেয়ার কেনার মাধ্যমে প্রবেশ করা যায় শেয়ার বাজারে। আবার একত্রে একাধিক শেয়ার মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিনতে পারেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে বিনিয়োগ সর্বদা ঝুঁকি সাপেক্ষ। সরাসরি শেয়ার কিনে বিনিয়োগ করতে চাইলে প্রয়োজন হয় যথেষ্ট পরিমাণ জ্ঞানের। তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে রিটার্ন সম্পর্কে অনেকটাই নিশ্চিত থাকা যায়। বিভিন্ন ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট জগতে অনেকটাই ভরসার জায়গা সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

আরোও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে অভিষেকের নাম! এবার পাল্টা ফুঁসে উঠলেন তৃণমূল সেনাপতি! তোলপাড়

সোনা : দিন দিন সোনার দাম আকাশ স্পর্শ করছে। শুধু গহনা হিসাবে নয়, সোনায় বিনিয়োগ করতে চাইলে বিনিয়োগকারীরা বেছে নিতে পারেন সোভেরেইন গোল্ড বন্ড বা গোল্ড ইটিএফ। বর্তমানে বার্ষিক ২.৫ শতাংশ হারে সোভেরেইন গোল্ড বন্ডের উপর সুদ প্রদান করে সরকার। পাশাপাশি সেই সোনা পরবর্তীকালে বিনিয়োগকারীরা বিক্রি করতে পারেন বাজার মূল্যে। বিনিয়োগ বিশেষজ্ঞরা বলে থাকেন, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ মাধ্যম খুঁজছেন তারাই বেছে নিন গোল্ড ইনভেস্টমেন্ট।

Maximum profit in which investment.

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF : বছরে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় পাবলিক প্রভিডেন্ট ফান্ডে। সরকারি এই স্কিমে আপনার বিনিয়োগের টাকা থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। পাশাপাশি পিপিএফে রয়েছে সেকশন ৮০সি-এর অধীনে কর ছাড়ের সুবিধা। যারা দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল বিনিয়োগ মাধ্যম খুঁজছেন তাদের কাছে বিনিয়োগের সেরা মাধ্যম হতে পারে পাবলিক প্রভিডেন্ট ফান্ড।

বিশেষ দ্রষ্টব্য: শেয়ার মার্কেটে বিনিয়োগ সর্বদা ঝুঁকি সাপেক্ষ। বাংলা হান্ট বিনিয়োগের ক্ষেত্রে কোনও ধরনের পরামর্শ দেয় না। এই প্রতিবেদন শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রস্তুত। বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর