ট্রাম্প আসতেই ক্রমশ বাড়ছে চিনের টেনশন! উপায় না পেয়ে ভারতের সাথে বন্ধুত্বের জন্য মরিয়া বেজিং

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকায় ট্রাম্পের প্রত্যাবর্তনের পর রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে চিন (China-India)। শুধু তাই নয়, তারা ক্রমাগত ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টাও করে চলেছে। আসলে, ট্রাম্পের আসার পর বেজিং ভারতকে আর তার শত্রু মনে করতে চায়না। যে কারণে তাদের সুর সম্পূর্ণ বদলে গিয়েছে। এদিকে, ইতিমধ্যেই চিনের রাষ্ট্রদূত জু ফেইহং এই দুই দেশের সম্পর্ককে বিশ্বব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বলে বর্ণনা করেছেন। চিনা রাষ্ট্রদূত জানান যে, ভারত ও চিন একে অপরের জন্য হুমকি নয় বরং উন্নয়নের সুযোগ করে দেবে। তিনি আরও জানান, তারা প্রতিযোগী নয় বরং মিত্র। তিনি উভয় পক্ষের মানুষের যাতায়াতের পক্ষে কথা বলেন এবং প্রকৃতভাবে চিন ও ভারতকে ব্যাপকভাবে উপস্থাপনের জন্য ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের আহ্বান জানান।

ভারতের সাথে বন্ধুত্ব বাড়াতে চাইছে চিন (China-India)

নয়াদিল্লিতে চিন-ভারত (China-India) যুব সংলাপ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে জু আশা প্রকাশ করেন যে ভারতীয় পক্ষ চিনা যুবকদের ভারত সফরকে আরও সহজতর করতে পারে। গত বছর পূর্ব লাদাখের দু’টি সংঘর্ষ পয়েন্ট থেকে সৈন্য প্রত্যাহার শেষ হওয়ার পরে এটি বেজিংয়ের ইচ্ছের তালিকার অংশ। তিনি বলেন, “আমি আশা করি তরুণরা একটি মুক্ত ও যুক্তিবাদী মানসিকতা বজায় রাখবে এবং ‘তথ্যের ফাঁদে’ বা নেতিবাচক মনোভাবের দ্বারা বিভ্রান্ত হবে না।”

China-India Relation new Update.

উল্লেখ করেছেন মোদী-জিনপিং বৈঠকের কথা: জানিয়ে রাখি যে, গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের (China-India) প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে জু বলেন, উভয় পক্ষের উচিত দুই দেশের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা। আমাদের একে অপরের মূল স্বার্থকে সম্মান করা উচিত এবং একে অপরের উন্নয়নকে একটি সুযোগ হিসেবে দেখা উচিত। এছাড়া বিভিন্ন এলাকায় মতবিনিময় ও সফরকে উৎসাহিত করতে হবে।”

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিউটি ​​করতে চাইছেন না পাকিস্তানি পুলিশ কর্মীরা, কারণ জানলে হবেন অবাক

ভারত-চিন সম্পর্কের ৭৫ তম বার্ষিকী: রাষ্ট্রদূত বলেন, “ভারত-চিন সম্পর্ক উন্নতির একটি পর্যায়ে প্রবেশ করছে। এই বছর আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ তম বার্ষিকী উদযাপন করব। ভারত এবং চিন (China-India) পূর্ব লাদাখের শেষ দু’টি সংঘর্ষ পয়েন্ট ডেপসাং এবং ডেমচোক থেকে সেনা প্রত্যাহারের জন্য একটি চুক্তি চূড়ান্ত করার পরে গত বছরের শেষের দিকে বিচ্ছিন্নকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল। চুক্তি চূড়ান্ত হওয়ার দু’দিন পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ২৩ অক্টোবর কাজানে আলোচনা করেন।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতীয় পতাকা ওড়ানোর জের! পাকিস্তানে গ্রেফতার অনুরাগী, ভাইরাল ভিডিও

দুই দেশই সম্পর্ক স্বাভাবিক করছে: জানিয়ে রাখি, নয়াদিল্লি এবং বেজিং পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর স্থবিরতা শেষ করার জন্য গত বছরের চুক্তির পরে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের (China-India) বিদেশমন্ত্রী ওয়াং ই গত ১৮ ডিসেম্বর বেজিংয়ে ২৩ তম বিশেষ প্রতিনিধিদের আলোচনায় বসেন। কয়েক সপ্তাহ পরে, ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি চিনের রাজধানী পরিদর্শন করেন এবং “বিদেশ সচিব-ভাইস মিনিস্টার” ব্যবস্থার অধীনে তাঁর চিনা সমকক্ষ সান উইডং-এর সাথে আলোচনা করেন। এই প্রসঙ্গে জু বলেন, “চিন-ভারত সীমান্ত প্রশ্নে ২৩ তম বিশেষ প্রতিনিধি বৈঠক এবং বিদেশ সচিব-ভাইস মিনিস্টার আলোচনা সফলভাবে বেজিংয়ে সম্পন্ন হয়েছে এবং সীমান্ত প্রশ্ন ও বাস্তব সহযোগিতার বিষয়ে অনেক ঐক্যমত তৈরি হয়েছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর