সাক্ষীর বয়সের কোনও নূন্যতম সীমা নেই! শিশুদের সাক্ষ্য নিয়ে বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে বাধা নয় বয়স। সাক্ষীর বয়সের নূন্যতম কোনও সীমা নেই। অন্যান্য যে কোনও সাক্ষীর মতো বাচ্চাদের সাক্ষ্যও সমান গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। সম্প্রতি একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)।

কী বললেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিরা?

জানা যাচ্ছে, এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছিল। মামলা চলাকালীন দাবি করা হয়, এই খুনের ঘটনার সময় ওই দম্পতির ৭ বছরের শিশুকন্যা বাড়িতেই ছিল। সে নিজের চোখে সবটা দেখেছে। তবে এই মামলায় ওই শিশুকন্যার সাক্ষ্যকে মান্যতা দেয়নি মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court)। অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালাস করে দিয়েছিল উচ্চ আদালত। এরপর জল গড়ায় শীর্ষ আদালত অবধি।

বিচারপতি মনোজ মিশ্র (Justice Manoj Misra) এবং বিচারপতি জে বি পারদিওয়ালার (Justice JB Pardiwala) বেঞ্চের তরফ থেকে মধ্যপ্রদেশ হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়, ভারতীয় সাক্ষ্য আইনে সাক্ষীদের কোনও বয়স বেঁধে দেওয়া হয়নি। ফলে কোনও শিশু যদি প্রত্যক্ষদর্শী হয়ে থাকে, তাহলে তাঁর সাক্ষ্য বাতিল করা যাবে না।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে অভিষেকের নাম! এবার পাল্টা ফুঁসে উঠলেন তৃণমূল সেনাপতি! তোলপাড় 

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বহু ক্ষেত্রেই আদালত শিশুদের সাক্ষ্য বাতিল করে দেয়। কারণ বাচ্চারা সহজেই প্রভাবিত হতে পারে। সেই কারণে কোনও শিশুর সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আদালতকে সতর্ক থাকতে হবে। ওই বাচ্চাটি কারোর দ্বারা প্রভাবিত হয়ে সাক্ষ্য দিচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

Supreme Court

সংশ্লিষ্ট মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। শুনানি চলাকালীন বিচারপতি মিশ্র ও বিচারপতি পারদিওয়ালার বেঞ্চের তরফ থেকে বলা হয়, আদালত যদি দেখে, কোনও বাচ্চা প্রভাবিত না হয়ে সাক্ষ্য দিচ্ছে, তাহলে অবশ্যই অভিযুক্তের অপরাধ কিংবা নির্দোষ প্রমাণে কার্যকর হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর