সরকারি কর্মীদের সোনায় সোহাগা! বহু বছর অপেক্ষার পর এবার এক ধাক্কায় বাড়ছে বেতন

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন চালু হওয়া এখন সময়ের অপেক্ষা! কেন্দ্রীয় সকারের অনুমতি মেলার পর ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন চালু করার বিষয়ে শিলমোহর দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) এখন একেবারে সোনায় সোহাগা! সব ঠিক থাকলে  আগামী বছর অর্থাৎ ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে এই অষ্টম বেতন কমিশন। যদিও এখনও পর্যন্ত এই কমিশন গঠনের সঠিক সময়সীমা প্রকাশ করা হয়নি।

সরকারি কর্মীদের (Government Employees) জন্য অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মনে এই মুহূর্তে নতুন কমিশন নিয়ে ঘুরে-ফিরে আসছে বেশ কয়েকটি প্রশ্ন। বিশেষ করে অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কীভাবে বাড়বে এবং কীভাবে এই বেতন নির্ধারণ করা হবে তা নিয়ে তৈরী হয়েছে ব্যাপক জল্পনা।

অষ্টম বেতন কমিশন কবে থেকে চালু হবে? 

বিশেষজ্ঞদের মতে, সরকারি কর্মচারীদের (Government Employees) বেতন কাঠামো, পেনশন এবং ভাতা সংক্রান্ত বিষয় পুনর্মূল্যায়ন করার প্রয়োজনে প্রত্যেক দশকে সরকার একটি নতুন বেতন কমিশন গঠন করা হয়। আর এই নতুন বেতন কমিশন গঠন নির্ভর করে বেশ কিছু বিষয়ের ওপর। বিশেষ গুরুত্ব পায় মুদ্রাস্ফীতি,অর্থনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য আর্থিক দিক।

পুরনো রেকর্ড বলছে ১৯৯৪ সালের এপ্রিল মাসে অনুমোদন পাওয়ার পর এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরেও সেই বেতন কমিশন কার্যকর হয় ১৯৯৪ সালের জুন মাসে অর্থাৎ মাত্র দুই মাসের মধ্যে। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশন ২০০৬ সালে জুলাই মাসে ঘোষণা করা হলেও তা কার্যকর হয়েছিল ২০০৬ সালের অক্টোবর মাসে। অৰ্থাৎ এক্ষেত্রেও কার্যকর হতে প্রায় তিন মাস সময় লেগেছিল।

আরও পড়ুন: বিজ্ঞপ্তি জারি করল SSC, চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর

সপ্তম বেতন কমিশন চালু হতে সময় লেগেছিল আরও বেশী। জানা যাচ্ছে,কেন্দ্রীয় সরকার ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর এই বেতন কমিশন গঠন করার কথা জানালেও তা কার্যকর হয় ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি। এক্ষেত্রে প্রায় পাঁচ মাস সময় লেগে গিয়েছিল। সেক্ষেত্রে অষ্টম বেতন কমিশন ঠিক কবে থেকে চালু হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

8th Pay Commission latest update Government employees salary hike other benefits

অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) বেতন বৃদ্ধি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত কেন্দ্রের সপ্তম বেতন কমিশন গঠনের সময়ে  ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। তাই সেসময়  প্রাথমিক স্তরের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন ৭০০০ টাকা থেকে বেড়ে ১৮০০০ টাকা হয়েছে।

সেক্ষেত্রে মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) সহ পরিবহণ ভাতা যোগ করার পর, মোট বেতন ছিল ৩৬০২০ টাকা। কিন্তু, অষ্টম বেতন কমিশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২.৮৬ হয়, তাহলে প্রাথমিক স্তরের কর্মীদের মূল বেতন ১৮০০০ টাকা থেকে একলাফে বেড়ে হবে ৫১৪৮০ টাক। এখানেই শেষ নয়, পোস্টের গ্রেড অনুযায়ী কর্মচারীরা আরও বেশি বেতন পাবেন। তাই এখন দেখার ২০২৬ সালের কবে থেকে এই অষ্টম বেতন কমিশন কার্যকর করা হয়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর