নিষ্ক্রিয়তার শাস্তি? এক ধাক্কায় ৩২ BJP নেতার নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্র, তালিকায় কারা?

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকশিবির। তবে রাজ্যের প্রধান বিরোধী দলের কী অবস্থা? গত লোকসভা নির্বাচনে বঙ্গে একধাক্কায় কমেছে বিজেপির (BJP) আসন। কোচবিহারের মত শক্ত ঘাঁটিতেও দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির (Bengal BJP)। এবারে পাখির চোখ বিধানসভা। অগ্নিপরীক্ষা বঙ্গ বিজেপির নেতৃত্বের। আর তার আগেই পশ্চিমবঙ্গের ৩২ জন বিজেপি নেতার নিরাপত্তা (Central Security) তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুরু চর্চা।

লোকসভা ফলাফলের ‘রিটার্ন গিফট’ দিল কেন্দ্র?

রাজ্যের যে ৩২ গেরুয়া নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে সেই তালিকায় রয়েছে জন বার্লা, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, শঙ্কুদেব পাণ্ডার মত তাবড় তাবড় নেতারাও। তালিকায় একাধিক সাংসদ পদপ্রার্থীরাও। এদের মধ্যে কেউ তিন থেকে ছয় জন করে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী পেতেন। যদিও হঠাৎ করে কেন কেন্দ্র এহেন সিদ্ধান্ত নিল তা নিয়ে কিছুই জানানো হয়নি।

রাজ্যের যে সকল নেতার নিরাপত্তার প্রত্যাহার করা হল রইল সেই লম্বা তালিকা –

১) বিজেপির রাজ্য নেতা শঙ্কুদেব পাণ্ডা

২) আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা

৩) বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর

৪) তপশিলি জাতি-উপজাতির জাতীয় কমিশনের সহ-সভাপতি অরুণ হালদার

৫) কোচবিহারে বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য অভিজিৎ বর্মন

৬) দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস

৭) নদিয়ার জেলা সভাপতি অর্জুন বিশ্বাস

৮) উলুবেড়িয়ার সাংসদ পদপ্রার্থী অরুণোদয় পাল চৌধুরী

৯) আরামবাগের সাংসদ পদপ্রার্থী অরূপকান্তি দিগর

১০) জগদীশপুরের বিজেপি নেতা অশোক পুরকায়স্থ

১১) দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা মন্দির ব্রজ

১২) উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার

১৩) বিজেপির প্রাক্তন সাংসদ দশরথ তিরকে

১৪) বিজেপির রাজ্য যুগ্ম আহ্বায়ক দেবব্রত বিশ্বাস

১৫) বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ

১৬) দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা দীপক হালদার

১৭) বিজেপির রাজ্য নেতা জয়দীপ ঘোষ

১৮) বিজেপির রাজ্য নেতা জীবেশচন্দ্র বিশ্বাস

১৯) বিজেপি নেতা লোকনাথ চট্টোপাধ্যায়

২০) মুর্শিদাবাদের বিজেপি নেতা নির্মল সাহা

২১) ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দেবাংশু পাণ্ডা

২২) মুর্শিদাবাদের বিজেপি নেতা নিভাস

২৩) রাজ্যের বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়

২৪) বিজেপির রাজ্যের আহ্বায়ক পলাশ রানা

২৬) বোলপুরের বিজেপি সাংসদ পদপ্রার্থী পিয়া সাহা

২৭) ঝাড়গ্রামের বিজেপি নেতা প্রণত টুডু

২৮) বিজেপি নেত্রী প্রণতি মাঝি

২৯) বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল

৩০) ঘাটালের বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস

৩১) কোচবিহার জেলার সাধারণ সম্পাদক তাপস দাস
বিজেপির রাজ্য নেতা অজয় রায়

৩২) দক্ষিণ 24 পরগনার জয়নগর ও মাজিলপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা অশোক কাণ্ডারি

WhatsApp Image 2025 02 26 at 18.36.40

আরও পড়ুন: করোনার পর থেকে আটকে আফ্রিকান ফুটবলার! ক্ষতিপূরণ সমেত দেশে ফেরানোর নির্দেশ দিল হাই কোর্ট

তালিকায় একাধিক পরাজিত প্রার্থী থেকে ‘নিষ্ক্রিয় নেতা’। রয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) ‘কাছের মানুষ’ জন বারলাও (John Barla)। কেন্দ্র তরফে কোনো কারণ না জানানো হলেও রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এই সকল নেতাদের কাজে সন্তুষ্ট নয় বলেই এই ঝটকা। দলেরই একটি সূত্র বলছে, কাজে নেই কিন্তু দাদাগিরিতে আছে। কাজের কাজ না করে অনেকেই শুধু সরকারি কোষাগারের টাকা নষ্ট করে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘোরাঘুরি করে বেড়িয়েছেন। তাই দল তরফে তাদের নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর