আর মিলবে না ছাড়, টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের ফের বড় ঝটকা দিল BCCI! নেওয়া হল বড় সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়া (India) বর্তমানে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাই সফরে রয়েছে। এরপরে, ভারতীয় খেলোয়াড়রা IPL-এ অংশ নেবেন। তারপরে আগামী জুনে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডে যাবে টিম ইন্ডিয়া। এদিকে, বিগত কয়েকটি টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ছিল অত্যন্ত শোচনীয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ক্লিন সুইপের মুখে পড়তে হয়েছে ভারতকে। একইসঙ্গে অস্ট্রেলিয়া সফরেও হারের মুখে পড়তে হয়েছে রোহিত বাহিনীকে। এমন পরিস্থিতিতে টেস্ট ফরম্যাট বিবেচনা করে বড় সিদ্ধান্ত নিয়েছে BCCI। যার কারণে IPL চলাকালীন খেলোয়াড়দের দায়িত্ব বাড়বে।

টিম ইন্ডিয়ার (India) খেলোয়াড়দের জন্য বিরাট সিদ্ধান্ত BCCI-র:

IPL চলাকালীন ভারতীয় (India) খেলোয়াড়দের বড় সমস্যা হবে: জানিয়ে রাখি যে, IPL ২০২৫-এর সময় ভারতীয় খেলোয়াড়দের অনেক দায়িত্ব সামলাতে হতে পারে। ওই ২ মাসে খেলোয়াড়দের লাল বলের ক্রিকেটের সঙ্গেও যুক্ত থাকতে হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। যেটি IPL-এর পর খেলা হবে। তার কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। BCCI কীভাবে খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত করবে তা এখনও স্পষ্ট না হলেও, এটি নিশ্চিত যে এর জন্য ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়েছে।


BCCI again gave a big shock to the players of Team India.

Cricbuzz-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড IPL-এর মরশুমে খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের সঙ্গে যুক্ত রাখার কৌশল নিয়ে কাজ করছে। এমন সম্ভাবনা তৈরি হয়েছে যে, খেলোয়াড়দের মাঝে মাঝে হয়তো লাল বলের অনুশীলন সেশনে অংশ নিতে বলা হবে।

আরও পড়ুন: ২০২৫-এর মেগা চমক! এই “ছোট্ট” জিনিস দিয়েই বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ভারত, বড় ঘোষণা বৈষ্ণবের

জানিয়ে রাখি যে, টেস্টে দলের পারফরম্যান্সের উন্নতি করতে এই সিদ্ধান্ত নিতে চায় BCCI। এদিকে, IPL এই টুর্নামেন্টটি আগামী ২২ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ইংল্যান্ডে ৫ ম্যাচের টেস্ট সিরিজ আগামী ২০ জুন থেকে শুরু হবে।

আরও পড়ুন: ট্রাম্প আসতেই ক্রমশ বাড়ছে চিনের টেনশন! উপায় না পেয়ে ভারতের সাথে বন্ধুত্বের জন্য মরিয়া বেজিং

IPL-এর পর টেস্ট সিরিজে হার: জানিয়ে রাখি যে, IPL-এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিটি বিদেশি টেস্ট সিরিজে ভারতের (India) পরাজয়ের ধারাকে উপেক্ষা করা যায় না। ২০১১ সালে, ভারতীয় দল IPL-এর পরে ইংল্যান্ড সফর করে যেখানে তারা ৪-০ ব্যবধানে পরাজিত হয়েছিল। এরপরে, ২০১৮ সালে ভারত ৪-১ ব্যবধানে হারে। দুই দলের মধ্যে শেষ টেস্ট সিরিজ খেলা হয়েছিল ২০২১ সালে ইংল্যান্ডে। এরপর এই সিরিজ শেষ হয় ২-২ সমতায়। উল্লেখ্য যে, করোনার কারণে এই সিরিজের শেষ ম্যাচটি IPL-এর পরে খেলা হয়েছিল। ওই শেষ ম্যাচেও হেরেছিল টিম ইন্ডিয়া।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর