১২২ কোটির প্রতারণা! এবার এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল RBI

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় স্বস্তি পেল ব্যাঙ্ক গ্রাহকেরা। ১২২ কোটি টাকার প্রতারণার অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) কোপে পড়েছিল ওই ব্যাঙ্ক। গত ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্কের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয় আরবিআই। ব্যাঙ্কের অর্থ লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে গ্রাহকদের একটি পয়সাও দিতে নিষেধ করা হয়েছিল আরবিআই (Reserve Bank of India) এর তরফে। তার জেরে কার্যত মাথায় হাত পড়েছিল গ্রাহকদের। অবশেষে আরবিআই নিষেধাজ্ঞা শিথিল করায় বড় স্বস্তি পেলেন গ্রাহকেরা।

এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India)

মুম্বই এর নিউ ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে ১২২ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। আর তারপরেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফে কড়া অ্যাকশন নেওয়া হয় ওই ব্যাঙ্কের বিরুদ্ধে। তবে এবার নিষেধাজ্ঞা খানিক শিথিল করল আরবিআই, যার জেরে কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছেন গ্রাহকরা। বিধিনিষেধে শিথিলতার জেরে ব্যাঙ্কের অর্ধেকের বেশি আমানতকারীরা স্বস্তি পেতে চলেছেন। জানা গিয়েছে, এই ব্যাঙ্কের ৫০ শতাংশেরও বেশি গ্রাহক তাদের জমাকৃত টাকার ১০০ শতাংশই তুলতে পারবেন।

Reserve Bank of India took big decision regarding this bank

কী নিষেধাজ্ঞা ছিল: উল্লেখ্য, আরবিআই (Reserve Bank of India) এই নিষেধাজ্ঞার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ব্যাঙ্কের বিভিন্ন ব্র্যাঞ্চের বাইরে কার্যত লাইন পড়ে গিয়েছিল মানুষের। তাদের জন্য এটা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। উল্লেখ্য, ১২২ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে গত ১৩ ই ফেব্রুয়ারি নিউ ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। ছয় মাসের জন্য ব্যাঙ্কের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল।

আরো পড়ুন : অবাক কাণ্ড! অবলীলায় মাস্কের পায়ে চুমু খাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ব্যাপারটা কী?

উঠেছিল প্রতারণার অভিযোগ: এই বিধিনিষেধের জেরে মুম্বইয়ের নিউ ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড আরবিআই (Reserve Bank of India) এর থেকে অনুমতি না নিয়ে কোনো ঋণ মঞ্জুর করতে পারবে না। না কোনো বিনিয়োগ করতে পারবে, না কোনো টাকা দিতে পারবে। পাশাপাশি টাকা দেওয়ার বিষয়ে কোনো চুক্তিও করতে পারবে না। এমনটাই জানানো হয়েছিল আগে।

আরও পড়ুন : ফিরল পুলওয়ামার আতঙ্কের স্মৃতি, ভূস্বর্গে ফের জঙ্গি হামলার মুখে ভারতীয় সেনা

প্রসঙ্গত, নিউ ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাঙ্কিং এর ভারপ্রাপ্ত সিইও ১২২ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ এনেছিলেন জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়। তারপরেই ওই ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপ নেয় আরবিআই। তবে বিধিনিষেধ শিথিল করার পর ওই ব্যাঙ্কের সমস্ত ব্র্যাঞ্চের পাশাপাশি এটিএম থেকেও টাকা বের করতে পারবেন। তবে ২৫,০০০ টাকার সীমার বেশি তোলা যাবে না। ব্যাঙ্কের কার্যকলাপের উপরে আরবিআই নজরদারি বজায় রাখবে বলেও জানিয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর