বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) শুরু আর শেষের ধাক্কায় পরপর বদলে যাচ্ছে সব সিরিয়ালের টাইম স্লট। নতুন পুরনো মিলিয়ে বেশ কিছু সিরিয়াল শেষ হতে চলেছে টেলিপাড়ায়। আবার অন্যদিকে সেইসব ফাঁকা স্লট পূরণ করতে আনা হচ্ছে নতুন ধারাবাহিক (Serial)। কাকে কোন স্লট দেওয়া হবে তা নিয়েও চলছে জল্পনা।
শুরু হচ্ছে দুটি সিরিয়াল (Serial)
জি বাংলার কথা ধরলে, এই চ্যানেলে আপাতত শুরু হতে চলেছে দুটি ধারাবাহিক (Serial)। ‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়াও ”দুগ্গামণি ও বাঘমামা’ সিরিয়ালটিও শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে দুগ্গামণি সিরিয়ালের সম্প্রচারের দিন এবং সময় আগেই প্রকাশ্যে এসেছিল। আগামী ৩ রা মার্চ থেকে রাত সাড়ে নটার স্লটে শুরু হতে চলেছে এই ধারাবাহিক (Serial)। আর দুগ্গামণির জন্যই সরে যেতে হয়েছে ‘মিঠিঝোরা’কে। আর সাড়ে নটায় নয়, এবার থেকে রাত দশটা পনেরোর স্লটে দেখা যাবে রাই অনির্বাণের কাহিনি।
প্রকাশ্যে নতুন মেগার স্লট: এবার সামনে এল অপর সিরিয়ালের (Serial) সম্প্রচারের দিনক্ষণ। দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রকাশ্যে এল ‘চিরদিনই তুমি যে আমার’ এর টাইম স্লট। আর যে আশঙ্কাটা করা হয়েছিল সেটাই হল। আগামী ১০ ই মার্চ থেকে সন্ধ্যা সাড়ে ছটার স্লটে দেখা যাবে এই নতুন সিরিয়ালটি (Serial)। আর তার জেরেই গোলমাল হয়ে গিয়েছে সব স্লট।
আরো পড়ুন : অবাক কাণ্ড! অবলীলায় মাস্কের পায়ে চুমু খাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ব্যাপারটা কী?
কোন সিরিয়ালের কপাল পুড়ল: উল্লেখ্য, বর্তমানে সাড়ে ছটার স্লটে সম্প্রচারিত হচ্ছে ‘আনন্দী’ সিরিয়ালটি (Serial)। কিন্তু নতুন ধারাবাহিক যদি এই সময়ে আসে তাহলে আনন্দীর পরিণতি কী হবে তা ভেবেই চিন্তায় এই সিরিয়ালের (Serial) অনুরাগীরা। আসলে এখনো পর্যন্ত আনন্দীর নতুন স্লট আনা হয়নি জি বাংলার তরফে। আর তার জেরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি সিরিয়ালটি (Serial) শেষ হয়ে যাবে?
আরো পড়ুন : ১২২ কোটির প্রতারণা! এবার এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল RBI
এমনিতেই বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, আনন্দী নাকি শেষের পথে। আসলে যে দ্রুত হারে গল্প এগোচ্ছে তাতে এমনটাই মনে করছেন অনেকে। যদিও আনন্দী সত্যিই শেষ হয়ে যাবে নাকি স্লট বদলে অন্য সময়ে দেওয়া হবে তা এখনো জানা যায়নি।