বাংলাহান্ট ডেস্ক : আজ মহাশিবরাত্রি। সারাদিন রাত নির্জলা উপোস থেকে শিবের মাথায় জল ঢালেন মেয়েরা। বাস্তবের দৃশ্য বিভিন্ন সিরিয়ালের দৌলতে ফুটে উঠছে পর্দাতেও। প্রায় সব সিরিয়ালেই (Serial) মহা সমারোহে পালিত হচ্ছে শিবরাত্রি। নায়িকারা স্বামীর কল্যাণে জল ঢালছেন শিবের মাথায়, সে অভিনয়ের খাতিরেই না হোক। এবার স্টার জলসার টপার সিরিয়ালের (Serial) নায়িকা প্রথম বার শিবরাত্রি পালন করলেন, তাও চিত্রনাট্যের জন্য।
প্রথম শিবরাত্রি পালন করলেন জলসার সিরিয়ালের (Serial) নায়িকা
শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন চ্যানেলের সিরিয়ালে (Serial) চলছে চমক লাগানো পর্ব। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গীতা LLB’তে চলছে ‘মহা তাণ্ডব’ পর্ব। তবে জানলে অবাক হবেন, বাস্তবে কোনোদিনই শিবের মাথায় জল ঢালেননি গীতা ওরফে অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়। সিরিয়ালের (Serial) জন্যই এই প্রথম শিবরাত্রি পালন করলেন তিনি। নিরামিষ খেয়ে শিবের মাথায় জল ঢাললেন হিয়া। টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরে হয়েছে শিবরাত্রির দৃশ্যের শুটিং।
প্রথম শিবরাত্রি পালন করলেন: হিয়া বলেন, ঈশ্বরে বিশ্বাস রয়েছে তাঁর, তবে আড়ম্বরে বিশ্বাস করেন না তিনি। তাই কোনোদিন উপোস করেননি। আর এবারে সিরিয়ালের (Serial) খাতিরে পাঁচ বর জল ঢেলেছেন শিবের মাথায়। আবার মারামারিও করেছেন ‘গীতা’। হিয়া অনেকদিন পর্যন্ত জানতেন, ওটা শিবের মূর্তি। কিন্তু শিবলিঙ্গ পুজো হয় জানার পর কী মনে হয়েছিল? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে হিয়া জানান, পরেও ঈশ্বরকেই মেনেছেন তিনি।
আরো পড়ুন : ১২২ কোটির প্রতারণা! এবার এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল RBI
কী জানালেন অভিনেত্রী: হিয়ার কথায়, শিবের মতো বর পাওয়ার জন্যই যে শিবরাত্রি করা হয়, এ ধারণা ঠিক নয়। সবার মঙ্গল চেয়ে শিবরাত্রি পালন করা যায়। তাঁর মতে, শিবের মতো পুরুষ হলে এখন হয়তো টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে যেতে পারেন। তবে শিবের মতো চরিত্রের এক শতাংশও কোনো পুরুষের মধ্যে থাকলে তা বড় ব্যাপার বলে মন্তব্য করেন হিয়া। তবে হিয়ার এহেন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে নেটমহলে।
আরো পড়ুন : নতুন মেগার ঠেলায় ওলটপালট স্লট, ৫ মাসেই কপাল পুড়ল জি বাংলার সিরিয়ালের
প্রসঙ্গত, এর আগে প্রোমোতে (Serial) দেখা গিয়েছিল, শিবরাত্রিতে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়েছে গীতা। তখনই তাকে লক্ষ্য করে গুলি করতে যায় কৃপাণ। গীতা তা টের পেয়েই মহাদেবের ত্রিশূল হাতে তুলে নেয়। ত্রিশূল নিয়েই কৃপাণের দিকে তেড়ে যায় সে। আসন্ন পর্বে যে বড়সড় মোড় আসতে চলেছে গল্পে তা আর বলার অপেক্ষা রাখে না।