পাল্টে যাচ্ছে রাজ্য পুলিশের পদোন্নতি সংক্রান্ত প্রশিক্ষণ পদ্ধতি, বিরাট নির্দেশ ডিজি রাজীব কুমারের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য (West Bengal) পুলিশের পদোন্নতি সংক্রান্ত প্রশিক্ষণের বিষয়ে এবার নেওয়া হল এক অভিনব পদক্ষেপ। যার ফলে এবার রাতারাতি বদলে যাচ্ছে রাজ্য পুলিশের কনস্টেবল, এএসআই, এসআইয়ের মতো বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্মীদের পদোন্নতি সংক্রান্ত প্রশিক্ষণের পদ্ধতি। জানা যাচ্ছে, বারাকপুরে আবাসিক প্রশিক্ষণের জায়গায় এবার অনলাইন প্রশিক্ষণের ওপরেই জোর দিচ্ছে রাজ্য পুলিশ। মূলত, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই আধুনিক ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন।

রাজ্য (West Bengal) পুলিশের পদোন্নতি সংক্রান্ত প্রশিক্ষণ পদ্ধতিতে আমূল পরিবর্তন

ভবানী ভবনের বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সব ঠিক থাকলে আগামী ব্যাচ থেকেই এই নতুন পদ্ধতি চালু হয়ে যাবে। এতদিন পর্যন্ত, রাজ্য (West Bengal) কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি হলে সেক্ষেত্রে প্রশিক্ষণের জন্য একজন পুলিশকর্মীকে একটানা ৫৬ দিন, অর্থ্যাৎ প্রায় দু’মাস বারাকপুরে পুলিস ট্রেনিং স্কুলে থেকে প্রশিক্ষণ নিতে হতো। এছাড়াও, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইনসপেক্টর পদে প্রোমোশনের ক্ষেত্রেও প্রশিক্ষণের জন্য রাজ্য পুলিশের একজন কর্মীকে একমাস বারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুলে থাকতে হতো।

জানা যাচ্ছে, রাজ্য (West Bengal) পুলিশের এই আবাসিক প্রশিক্ষণ হবে এবার নতুন পদ্ধতিতে। তাই এখন থেকে রাজ্যের কনস্টেবল, এএসআই, এসআই— সমস্ত র‌্যাঙ্কের ক্ষেত্রেই প্রথমে তিন সপ্তাহ ট্রেনিং দেওয়া হবে অনলাইনে। এই আধুনিক ব্যবস্থায় ট্রেনিং শেষ হওয়ার পর একজন পুলিশকর্মীকে মাত্র সাতদিনের আবাসিক প্রশিক্ষণের জন্য বারাকপুরে পুলিশ ট্রেনিং স্কুলে থাকতে হবে।

আরও পড়ুন: বদলে যাচ্ছে পুরোনো পেনশন স্কিম! নতুন প্রকল্প আনছে সরকার, লাভ হবে নাকি ক্ষতি?

রাজ্য (West Bengal) পুলিশের এই প্রশিক্ষণ নীতি জানার পর থেকে যদিও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্য পুলিশের অন্দরে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, প্রথাগত আবাসিক ট্রেনিংয়ের পরিবর্তে এই অনলাইন ট্রেনিং থেকে নিচুতলার পুলিশকর্মীরা কতটা কি শিখতে পারবেন তা নিয়ে। সব মিলিয়ে এই বিষয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে একদল পুলিশকর্তাদের মধ্যে।

তিন মাসের অনলাইন ট্রেনিং পর্বে যদি কোনো পুলিশকর্মী নিয়ম করে প্রশিক্ষণ না নেন, তা জানার কোনো উপায় থাকছে না। অন্যদিকে, আধুনিকমনস্ক পুলিশকর্তাদের একাংশের প্রশ্ন, করোনার পর থেকে প্রশাসনের প্রায় সর্বস্তরে ওয়েবিনার, অনলাইন ট্রেনিং চালু হয়েছে। তাই এক্ষেত্রে পুলিশ কেন পিছিয়ে থাকবে?

rajeev kumar dgp

অন্যদিকে ভবানী ভবনের এক সূত্রের কথায়, কনস্টেবল হোক বা এএসআই প্রমোশনের প্রশিক্ষণের ক্ষেত্রে পুলিশকর্মীদের বারাকপুরে ট্রেনিং দিতে হলে, রাজ্যের প্রত্যন্ত জেলার থানা-ফাঁড়ি একেবারে ফাঁকা করে পুলিশকর্মীদের বারাকপুরে নিয়ে আসতে হয়। এর ফলে থানা, ফাঁড়ির রোজকার কাজের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার কাজে অনেক ক্ষতি হয়ে যায়। তাই এই পুরোনো পদ্ধতির বদল করা দরকার।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর