লক্ষ্মীর ভান্ডার সহ সমস্ত ভাতার টাকা নিয়ে বড় আপডেট! এখুনি জানুন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সাধারণ মানুষের কথা মাথায় রেখে একের পর এক অভিনব প্রকল্প (State Government Scheme) নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার চালু করা সামাজিক প্রকল্প গুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। দিন দিন উত্তরোত্তর এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়ছে। নতুন করে আবেদন করছেন বহু মানুষ।

লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে নয়া আপডেট?

রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। ৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme) সুবিধা পেতে শুরু করেন। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে ১০০০ টাকা করে ভাতা পান।

প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় লক্ষ্মীর ভান্ডারের টাকা। এবার যারা নতুন করে আবেদন করেছেন তারা অনেকেই ভাবছেন যে তারা কবে এই টাকা পাবেন। নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কখন টাকা জমা হবে? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

নতুন আবেদনকারীরা যারা সম্প্রতি লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছেন বা এখনও যাচাইয়ের প্রক্রিয়াধীন আছেন তারা এখনই টাকা পাবেন তা বলা যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে যে ২০২৫ সালের এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীরা তাদের সুবিধা পেতে শুরু করবেন।

একই ভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো, বার্ধক্য পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পে নতুন করে যারা আবেদন করেছেন তারা অবিলম্বে ভাতা পাবেন না। চলতি বছর এপ্রিলে এই প্রকল্পগুলির আবেদনকারীরা তাদের সুবিধা পেতে শুরু করবেন বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকার তরফে কোনো আপডেট মেলেনি।

Government Projects impact in India

আরও পড়ুন: আমি শুধু হিন্দুদের বিধায়ক, হিন্দু হিতেই কাজ করব, শিবরাত্রিতে ঘোষণা শুভেন্দুর

আপনি যদি লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করে থাকেন, আপনার অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে তা জানতে চান, তাহলে অফিসিয়াল ওয়েবসাইট: https://socialsecurity.wb.gov.in/ ‘Track Application Status’ বিকল্পে ক্লিক করে অনুসন্ধান করতে দেওয়া বিকল্পগুলির মধ্যে একটি বেছে নিন: আবেদন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, অথবা স্বাস্থ্য অংশীদার নম্বর। তথ্য এবং ক্যাপচা কোড লিখুন। তারপর আপনার স্ট্যাটাস চেক করতে ক্লিক করুন। আপনার ৯-সংখ্যার আবেদন আইডি এবং আপনার আবেদনের বর্তমানে কী পর্যায়ে রয়েছে তা সহজেই দেখতে পাবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর