রাষ্ট্রপুঞ্জে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনল পাকিস্তান! পাল্টা জবাবে ধুয়ে দিল ভারত

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের হাতিয়ার কাশ্মীর। ফের একবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে দিল্লির বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের সমালোচনার মুখে পড়ল ইসলামাবাদ। গোটা বিশ্বের সামনে পাকিস্তানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে কটাক্ষ করে নিজেদের ব্যর্থতা সামাল দেওয়ার পরামর্শ দিল ভারতও।

পাকিস্তানের উদ্দেশ্য রাষ্ট্রপুঞ্জে ভারতের (India) মন্তব্য

পাকিস্তানের (Pakistan) আইনমন্ত্রী আজম নাজির জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে জম্মু ও কাশ্মীরে। পাকিস্তানের অভিযোগের প্রেক্ষিতে পাল্টা বক্তব্য রাখেন  ভারতের স্থায়ী প্রতিনিধি কে ত্যাগী। তাঁর জবাব, পাকিস্তান সেনাবাহিনীর নির্দেশে সেদেশের নেতারা মিথ্যা ও ভ্রান্ত অভিযোগ আনছেন।

আরোও পড়ুন : মুকুল-শুভেন্দুদের চিহ্নিত করেছিলাম, গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে: অভিষেক

পাকিস্তানকে কটাক্ষ করে কে ত্যাগী বলেন,  “এটা দুর্ভাগ্যজনক যে, এমন একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে। ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে।” আরও একধাপ এগিয়ে ত্যাগীর বক্তব্য, “এমন একটি দেশ, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়, সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হয় এবং রাষ্ট্রপুঞ্জের দ্বারা নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়। অন্য কাউকে জ্ঞান দেওয়ার কোনও জায়গা পাকিস্তানের নেই।”

আরোও পড়ুন : চুপ নেই চিন! ফের শুরু করে দিল যুদ্ধের মহড়া, কী পরিকল্পনা জিনপিংয়ের?

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকে ভারতের (India) তরফে স্পষ্টভাবে বলা হয়, স্বাধীন ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। পাশাপাশি জম্মু ও কাশ্মীরে গত কয়েক বছরে যে ব্যাপক রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে সে কথাও জানানো হয় এদিন। ভারতের অবস্থান স্পষ্ট করে এদিনের বৈঠকে ত্যাগী বলেন,  “কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।”

over Kashmir remarks India slams Pakistan at UN.

পাকিস্তানের আইন, বিচার ও মানবাধিকার মন্ত্রী অজম নাজির মানবাধিকার পরিষদের বৈঠকে অভিযোগ করেন, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারছেন না জম্মু ও কাশ্মীরের অধিবাসীরা। ভারত তাদের দমিয়ে রাখার চেষ্টা করছে। গত কয়েক বছরে সেই প্রবণতা বৃদ্ধি পেয়েছে অনেকটা। তবে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের অভিযোগ নস্যাৎ করে অজম নাজিরকে পাল্টা যথাযথ তোপ দেগেছেন ভারতের স্থায়ী প্রতিনিধি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর