বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) অর্থনৈতিক বিকাশের সাথে সাথে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বেড়েছে চারচাকার গাড়ি কেনার প্রবণতা। উচ্চবিত্ত তো বটেই, সাধারণ মধ্যবিত্তরাও আজকাল ইএমআই-এর মাধ্যমে সহজেই কিনে ফেলতে পারেন নতুন গাড়ি। তবে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে প্রথমে যে কথাটা সবার মাথায় আসে সেটা হল বাজেট। তারপরই আসে গাড়ির রঙের বিষয়টি।
কী রঙের গাড়ি বেশি কেনেন ভারতের (India) মানুষ?
এমন কিছু রঙের গাড়ি রয়েছে যার চাহিদা সবথেকে বেশি ভারতের (India) ক্রেতাদের মধ্যে। আবার এমন বেশ কিছু রঙের গাড়ি রয়েছে যা মোটেও ক্রেতাদের কাছে জনপ্রিয় নয়। এই প্রবণতার পিছনে অনেক সময় কাজ করে বিভিন্ন কুসংস্কার। তবে ভারতীয় ক্রেতাদের মধ্যে কোন কোন রঙের গাড়ির চাহিদা সবথেকে বেশি সেটাই দেখে নেব আজকের প্রতিবেদনে।
আরোও পড়ুন : মেনে নিতে পারছেন না দর্শকরা, ট্র্যাক বদলাতেই নায়িকা পরিবর্তনের দাবি জি এর মেগায়
• ভারতীয় ক্রেতাদের মধ্যে সাদা রঙের গাড়ির চাহিদা ব্যাপক। যে সংখ্যক গাড়ি প্রতিবছর ভারতে বিক্রি হয় তার অর্ধেকই সাদা রঙের। সাদা রঙের গাড়ি রক্ষণাবেক্ষণ কঠিন হলেও, তার আভিজাত্য নজর কাড়ে ক্রেতাদের।
• সাদা এবং সিলভার রঙের পর ভারতে সবথেকে বেশি বিক্রি হয় ধূসর রঙের গাড়ি। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বিক্রিত মোট গাড়ির ১১ শতাংশই ধূসর।
আরোও পড়ুন : BJP-র আয়ু নির্ধারণ করলেন মমতা! ‘প্যাক-ফ্যাক মানি না’ বলেও I-PAC নিয়ে স্পষ্ট করলেন অবস্থান
• এছাড়াও ভারতীয় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে নীল রংয়ের গাড়ি। যারা অন্যদের থেকে একটু আলাদাভাবে প্রকাশ পেতে চান তারা নীল রঙের গাড়ি বেছে নেন। ভারতে মোট বিক্রিত গাড়ির ৪ শতাংশ নীল রঙের।
• লাল রঙকে তারুণ্য ও অদম্য ইচ্ছা শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। তাই যুগ যুগ ধরে লাল রঙের গাড়ির চাহিদা অটুট রয়েছে। অধিকাংশ হ্যাচব্যাক বা সুপারকারের ক্রেতারা বেছে নেন লাল রঙের গাড়ি। ভারতে যত সংখ্যক গাড়ি বিক্রি হয় তার মধ্যে ৫ শতাংশই লাল রঙের গাড়ি।
• এমনকি কালো রঙের গাড়ির চাহিদাও রয়েছে ভারতের (India) বাজারে। রাজকীয়তার প্রতীক হিসাবে কালো রঙের গাড়ি অনেকেই পছন্দ করেন, কিন্তু রক্ষণাবেক্ষণের কথা মাথায় রেখে অনেকেই কালো রঙের গাড়ি কেনেন না। তবে ভারতে বিক্রিত গাড়ির ৫ শতাংশ কালো রঙের গাড়ি।
• সাধারণত সবুজ রঙের গাড়ি খুব একটা দেখা যায় না ভারতের বাজারে। তবে যারা ইভি গাড়ি কিনছেন তাদের মধ্যে কচি কলা পাতা বা সবুজ রঙ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ভারতের বাজারে বর্তমানে বিক্রিত গাড়ির ২% সবুজ।