গ্রাহকদের জন্য বড় সুযোগ! এবার কাছে সোনা থাকলেই SBI করে দেবে মালামাল

বাংলাহান্ট ডেস্ক : বাড়িতে বিপুল পরিমাণ সোনা বা সোনার অলংকার থাকলে আমরা অনেকেই তা গচ্ছিত রাখি ব্যাঙ্কের লকারে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে গ্রাহককে ভাড়া নিতে হয় ব্যাঙ্কের লকার। সেখানে গ্রাহকের সোনা বা সোনার অলংকার থাকে সুরক্ষিত। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) গ্রাহকরা নিজেদের সোনা লকারে গচ্ছিত না রেখে বেছে নিতে পারেন দুর্দান্ত একটি স্কিম।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) স্কিম 

আপনাদের জানিয়ে রাখি যে, এই পদ্ধতি অবলম্বন করলে একদিকে যেমন আপনার সোনা থাকবে সুরক্ষিত, তার বদলে সরকারের তরফে পাবেন সুদ। এসবিআই-এর Revamped Gold Deposit Scheme (R-GDS) গ্রাহকদের দিচ্ছে দুর্দান্ত একটি সুযোগ। এই গোল্ড স্কিমে গ্রাহকরা তিনটি উপায়ে জমা রাখতে পারেন সোনা। Revamped Gold Deposit (R-GDS) স্কিমের অধীনে রয়েছে তিনটি বিভাগ। সেগুলির মধ্যে যেকোনও একটিতে সোনা জমা রাখলে সরকারের তরফে দেওয়া হবে নির্দিষ্ট পরিমাণ সুদ।

আরোও পড়ুন : অধিকাংশজনই জানেন না! বলতে পারবেন ভারতে সবথেকে বেশি বিক্রি হয় কোন রঙের গাড়ি?

Revamped Gold Deposit (R-GDS) স্কিমের ৩টি বিভাগে গচ্ছিত রাখুন সোনা:

শর্ট টার্ম ব্যাঙ্ক ডিপোজিট (STBD) : এই ক্যাটাগরিতে ১-৩ বছরের জন্য গ্রাহককে সোনা গচ্ছিত রাখতে হয়। এক বছরের জন্য শর্ট টার্ম ব্যাঙ্ক ডিপোজিটে মেলে ০.৫৫ শতাংশ বার্ষিক সুদ। ২ বা ৩ বছরের জন্য সোনা গচ্ছিত রাখলে সুদ পাওয়া যায় ০.৬০ শতাংশ বার্ষিক হারে।

মিড টার্ম গভর্নমেন্ট ডিপোজিট (MTGD) : এই বিভাগে ৫-৭ বছরের জন্য সোনা জমা রাখতে হয়। গচ্ছিত সোনার উপর বছরে ২.২৫ শতাংশ সুদ প্রদান করে সরকার।

লং টার্ম গভর্নমেন্ট ডিপোজিট (LTGD) : এই প্ল্যানে ১২-১৫ বছরের জন্য সোনা জমা রাখতে হয় গ্রাহককে। LTGD প্ল্যানে ২.৫০ শতাংশ হারে মেলে সুদ।

State Bank of India gives money for gold.

মেয়াদ পূর্তির পর গ্রাহকরা নিজেদের বিনিয়োগ ফেরত নিতে পারেন দুটি উপায়ে। প্ল্যানের মেয়াদ শেষে গ্রাহক তার বিনিয়োগ সোনার আকারে ফেরত নিতে পারেন অথবা বর্তমান বাজার মূল্যে সেই সোনার পরিবর্তে নিতে পারেন নগদ অর্থ। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে থাকা অব্যবহৃত সোনা সংগ্রহ করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করে। সুরক্ষা প্রদানের পাশাপাশি আর্থিকভাবে গচ্ছিত সোনার উপর গ্রাহককে সুদ প্রদান করাই মূল উদ্দেশ্য এই প্রকল্পের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর