প্রথমবারে ১ নম্বরের জন্য হন ব্যর্থ! দমে না গিয়ে UPSC-তেই বাজিমাত করলেন নাম্বি

বাংলাহান্ট ডেস্ক : UPSC পরীক্ষায় সফলতা (Success Story) পেতে গেলে প্রায়োজন একনিষ্ঠ চেষ্টা আর অধ্যাবসায়ের। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী UPSC পরীক্ষায় অংশগ্রহণ করলেও, সাফল্য পান হাতে গোনা কয়েকজন। আবার অনেকেই এক-দুবার ব্যর্থ হলেই সরে আসেন প্রচেষ্টা থেকে।

নাম্বির সফলতার কাহিনি (Success Story)

আজ আমরা এমন এক কন্যার সাফল্যের গল্প (Success Story) আপনাদের জানাতে চলেছি যিনি প্রথমবার UPSC প্রিমিলারি পরীক্ষায় বসে মাত্র ১ নম্বরের জন্য ছিটকে যান। তবে সেই ব্যর্থতার কাছে নতিস্বীকার না করে, দ্বিতীয়বারের জন্য UPSC ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষায় বসে গোটা দেশে ২১তম স্থান দখল করে তৈরি করেন নজির।

আরোও পড়ুন : আড়ালে থেকে ধ্বংস করবে শত্রুদের! ভারতের হাতে “তমাল”-কে তুলে দিচ্ছে রাশিয়া

আইইএস অফিসার নাম্বি মৃদুপানি হায়দ্রাবাদের বাসিন্দা। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী নাম্বি মৃদুপানি চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে। সেই পরিকল্পনা মতো দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর নাম্বি মৃদুপানি বসেন IIT JEE প্রবেশিকা পরীক্ষায়। নারায়ণ ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখায়  বি.টেক ডিগ্রিও সম্পন্ন করেন সাফল্যের সাথে।

আরোও পড়ুন : আরও বিপাকে রাজ্য! ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব, কোন মামলায়?

তবে কলেজে পড়াকালীনই মৃদুপানির উৎসাহ জন্মায় UPSC পরীক্ষা নিয়ে। আইএএস, আইপিএস ছাড়াও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরিচালিত করে থাকে আইইএস, আইএসএস এবং আইএফএসের মতো পরীক্ষাগুলিও। UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিস অর্থাৎ UPSC IES-এর জন্য কলেজের পড়াশোনা শেষ করেই প্রস্তুতি নিতে শুরু করেন নাম্বি মৃদুপানি।

২০২০ সালে প্রথমবারের জন্য নাম্বি বসেন UPSC পরীক্ষায়। মাত্র ১ নম্বরের জন্য ছিটকে যান প্রিলিমিনারি পরীক্ষা থেকে। এরপর নতুন উদ্যমে দ্বিতীয়বারের জন্য UPSC IES পরীক্ষায় বসার প্রস্তুতি শুরু করে দেন নাম্বি। এমনকি এই সময়টাতে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য মৃদুপানি ছেড়ে দিয়েছিলেন মোবাইল ফোনের ব্যবহারও।

Success Story of UPSC cracker Nambi Mridupani.

দ্বিতীয়বারের জন্য ২০২২ সালে UPSC (Union Public Service Commission) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষায় বসে চমকে দেওয়া ফল করেন মেধাবী এই কন্যা। সারা ভারতে ২১ তম স্থান দখল করে নাম্বি নির্বাচিত হন IES-এর জন্য। পরাজয়ের কাছে হার না মানা নাম্বি মৃদুপানি IES অফিসার হিসাবে বর্তমানে কর্মরত যোগাযোগ মন্ত্রণালয়ে ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর