বাংলাহান্ট ডেস্ক : বিগত বেশ কয়েকদিন যাবৎ রক্তক্ষরণ অব্যাহত ভারতের শেয়ার মার্কেটে (Share Market)। এই অবস্থায় ভারতের (India) বিনিয়োগকারীরা বিভিন্ন পরিমাপের মাধ্যমে বোঝার চেষ্টা করছেন এই মুহূর্তে কোন স্টক ঠিক কতটা সস্তা। সেই হিসাব পরিমাপের একক হল প্রাইস টু আর্নিং রেসিও (P/E Ratio)। শেয়ার প্রতি একটি সংস্থা কত আয় করে তা দিয়ে ওই সংস্থার শেয়ারের (Share Market) দাম ভাগ করলে মেলে পি/ই রেসিও।
ভারতের শেয়ার বাজারের (Share Market) ৫ সস্তার স্টক
পি/ই যদি কোনও সংস্থার কম হয় তাহলে ধরে নিতে হবে সেই সংস্থার শেয়ার মিলছে (Share Market) অনেকটাই কম দামে। আবার ঠিক উল্টোদিকে, পি/ই যদি বেশি হয় তাহলে ধরে নিতে হবে সেই স্টকের বাজার মূল্য অনেকটাই বেশি দামি এখন। যদি কম পি/ই রেসিও অনুযায়ী সাজানো যায় তাহলে এই মুহূর্তে ভারতের বাজারে সবথেকে সস্তার পাঁচটি শেয়ার (Share Market) হল অশোকা বিল্ডকন, জিই শিপিং, কেএনআর কন্সট্রাকশন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ও এলআইসি হাউসিং ফাইন্যান্স।
আরোও পড়ুন : আড়ালে থেকে ধ্বংস করবে শত্রুদের! ভারতের হাতে “তমাল”-কে তুলে দিচ্ছে রাশিয়া
অশোকা বিল্ডকন: ৫ হাজার ৪৯৭ কোটি টাকার এই সংস্থার পি/ই রেসিও ৩.৬৪। এই সংস্থা যে ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত সেই ইন্ডাস্ট্রির গড় পি/ই এখন ২৬.৯৮। শেষ ত্রৈমাসিকে এই সংস্থার আয় বৃদ্ধির পাশাপাশি বেড়েছে লাভের অঙ্কও।
জিই শিপিং: ১২ হাজার ৯০৩ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশনের এই সংস্থার পি/ই রেসিও কম হলেও, সংশ্লিষ্ট সেক্টরে গড় পি/ই এখন ৬.৩৭।
কেএনআর কন্সট্রাকশন: ৬ হাজার ৫৭১ কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে কন্সট্রাকশন সেক্টরের এই সংস্থার। যেখানে কেএনআর কন্সট্রাকশনের পি/ই মাত্র ৫.৪০, সেখানে বর্তমানে সংশ্লিষ্ট সেক্টরের গড় পি/ই ২৬.৯৮।
পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন: উপরের তিনটি সংস্থার থেকে অনেকটাই এগিয়ে ১ লক্ষ ২৮ হাজার ৭৮৬ কোটির মার্কেট ক্যাপ যুক্ত পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। সংস্থাটির বর্তমান পি/ই রেসিও ৫.৭৮, তবে ফাইন্যান্স সেক্টরে বর্তমান গড় পি/ই ১৭.৭৩।
এলআইসি হাউসিং : ফাইন্যান্স সেক্টরের এই সংস্থার পি/ই রেসিও ৫.৮১। বর্তমানে এলআইসি হাউসিংয়ের মার্কেট ক্যাপ ২৯ হাজার ৯০১ কোটি টাকা।
তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে, শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ। তাই বিনিয়োগ করার আগে সবসময় বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। অন্যথায়, ক্ষতি মুখে পড়তে পারেন।