বাংলাহান্ট ডেস্ক : গত বছর জুন-জুলাই মাস থেকে সেই যে বাংলাদেশে (Bangladesh) অশান্তি শুরু হয়েছে, তা এখনো অব্যাহত। গত অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে বাংলাদেশে (Bangladesh)। সে সময়ে যারা ঘটা করে মহম্মদ ইউনূসকে সরকারের প্রধান উপদেষ্টা পদে বসিয়েছিলেন, তারাই এখন স্লোগান তুলছেন তাঁর বিরুদ্ধে। প্রধান উপদেষ্টার অফিসের গেটের সামনে অবস্থানরত অবস্থায় গণ অভ্যুত্থানের আহতরা। বিক্ষোভের মাত্রা ক্রমেই চড়ছে।
ইউনূস বিরোধী বিক্ষোভ বাংলাদেশে (Bangladesh)
গত বছর বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ক্রমে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমে পুলিশের লাঠি, গুলি খেয়েছিলেন। সরকারে এসেই সেইসব আহত মানুষদের যাবতীয় দায়িত্ব গ্রহণ করার কথা ঘোষণা করেছিলে ইউনূস। কিন্তু সময় গড়াতে সেদিনের ছাত্র আন্দোলনের নেতারা আজ সরকারে বা নতুন দলে যোগ দিলেও বিক্ষুব্ধ আন্দোলনের ‘যোদ্ধা’রা।
স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধরা: গত ২৬ শে ফেব্রুয়ারি থেকে ইউনূসের (Bangladesh) কার্যালয়ের সামনে অবস্থানে বসেছিলেন তারা। ২৭ শে ফেব্রুয়ারি দুপুর গড়িয়েও চলছে সেই বিক্ষোভ। আপাত ভাবে অবস্থান শান্তিপূর্ণ। কিন্তু অফিসের সামনে কোনো সরকারি গাড়ি এলেই অবস্থানকারীরা স্লোগান দিচ্ছেন, ‘এক দুই তিন চার, সব শালারা বাটপার’। উপযুক্ত ক্ষতিপূরণ এবং সহায়তা দাবি করেছেন তারা।
আরো পড়ুন : মিলে গেল খবর, জল্পনা সত্যি করে জি বাংলায় আসছে নয়া মেগা! প্রকাশ্যে “দমদার” প্রোমো
কী দাবি আন্দোলনকারীদের: তাদের অভিযোগ, আন্দোলনে (Bangladesh) যারা আহত হয়েছিলেন তাদের শ্রেণি বিন্যাসে বৈষম্য করা হয়েছে। শহিদদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের প্রক্রিয়াও আরো দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে যতক্ষণ না স্পষ্ট নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছেন অবস্থানকারীরা। পুলিশ মোতায়েন করা হয়েছে অবস্থান স্থলে।
আরো পড়ুন : মেনে নিতে পারছেন না দর্শকরা, ট্র্যাক বদলাতেই নায়িকা পরিবর্তনের দাবি জি এর মেগায়
বিক্ষুব্ধদের শান্ত করতে সম্প্রতি ইউনূস (Bangladesh) সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, আন্দোলনে মৃতদের ‘জুলাই শহিদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ বলে অভিহিত করা হবে। জুলাই শহিদদের পরিবারকে এককালীন ৩০ লক্ষ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা দেওয়া হবে। অন্যদিকে জুলাই যোদ্ধাদের শারীরিক অবস্থার ভিত্তিতে ভাগ করা হয়েছে তিনটি ক্যাটেগরিতে। সেই অনুযায়ী ভাতা দেওয়া হবে তাদের।