বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল পড়ে যায়। সেখানে দেখা যায়, পুরসভা পরিচালিত হিন্দি ও উর্দুভাষী স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে দু’দিন ছুটি দেওয়া হয়েছে। এই নিয়ে সরব হন বিজেপির (BJP) সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপরেই শুরু হয় বিতর্ক। এবার এই ঘটনার প্রেক্ষিতেই পুরসভার (KMC) এক আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল।
ছুটি বিতর্কে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)!
বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভা থেকে কলকাতা পুরসভার ছুটি বিতর্ক নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে চক্রান্তের অভিযোগ করেন তিনি। এর ঘণ্টাখানেকের মধ্যেই শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধাড়াকে সাসপেন্ড করা হয়।
বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল নিয়ে বিজেপি নেতা জগন্নাথ অভিযোগ করার পরেই সিদ্ধার্থ শঙ্কর ধাড়াকে শোকজ করেছিল কলকাতা পুরসভা। জানা যায়, কেএমসির শিক্ষা বিভাগের মেয়র পারিষদ কিংবা পুরসভার পুর কমিশনার কারোর সঙ্গে এই বিষয়ে আলোচনা না করেই বিজ্ঞপ্তি জারি করেছিলেন তিনি। এরপরেই এই নিয়ে শুরু হয় বিতর্ক।
আরও পড়ুনঃ শোভনের উকিল কল্যাণকে ‘হুমকি’! রত্নাকে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট
বৃহস্পতিবার বিকেলে এই ইস্যুতে শোকজ চিঠির জবাব দেন সিদ্ধার্থ শঙ্কর ধাড়া। সেই জবাবের ভিত্তিতেই তাঁকে সাসপেন্ড করা হয়। ওই আধিকারিককে নিলম্বন চিঠি ধরান কেএমসির পুর কমিশনার ধবল জৈন।
এর পাশাপাশি এই ছুটি বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। সকল কন্ট্রোলিং অফিসারের জন্য বিজ্ঞপ্তি জারি করে পুর কমিশনার বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন লাগবেই, তা অনিবার্য। কোনও আধিকারিক যদি তা অবজ্ঞা করেন, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।