লক্ষ্য ছিল সরকারি চাকরি! ৩৫ বার পরীক্ষা দিয়েও মেলেনি সাফল্য, শেষে যেভাবে IAS হলেন বিজয়….

বাংলাহান্ট ডেস্ক : পরপর ৩৫ বার! সরকারি চাকরির আশায় বারংবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেও মেলেনি সাফল্য (Success Story)। ৩৫ বার বিভিন্ন রাউন্ডে সামান্য কিছু নম্বরের জন্য বিজয় বর্ধনকে ফিরে আসতে হয়েছে খালি হাতেই। তবে দীর্ঘ প্রচেষ্টার পর ২০১৮ সালে UPSC পরীক্ষায় চমকে দেওয়া ফল করেন। শুধু তাই নয়, আইপিএস (IPS) অফিসার হিসাবে মনোনীত হয়ে নয়া দৃষ্টান্ত স্থাপন করেন হরিয়ানার বিজয় বর্ধন।

বিজয় বর্ধনের সাফল্যের গল্প (Success Story)

তবে ২০২১ সালে ফের UPSC পরীক্ষায় অংশ নিয়ে গোটা দেশে শীর্ষ ৭০ জন সফল প্রার্থীর তালিকায় নাম তুলে আইএএস (IAS) অফিসার হিসাবে নির্বাচিত হন বিজয়। বারংবার ব্যর্থতার মাঝেও সফলতার যে আলো বিজয় দেখেছিলেন সেই আলোই তাকে নিয়ে গিয়েছে সাফল্যের চূড়ায়। হরিয়ানার সিরসার বাসিন্দা বিজয় ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে UPSC পরীক্ষার প্রস্তুতির জন্য চলে আসেন দিল্লি।

আরোও পড়ুন : বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা দুর্নীতি! বড় নির্দেশ দিল ক্ষুব্ধ হাইকোর্ট, রিপোর্ট তলব

বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসেও মেলেনি সাফল্য। তবে বারবার এই ব্যর্থতা হতাশা সৃষ্টি করতে পারেনি বিজয়ের স্বপ্নে। নিজের উপর বিশ্বাস রেখে প্রতিবার নতুন উদ্যমে শুরু করেছেন প্রস্তুতি। দীর্ঘ প্রচেষ্টার পর ২০১৮ সালে প্রথমবারের জন্য সফলতার মুখ দেখেন বিজয়। ২০১৮ সালে UPSC পরীক্ষায় অংশ নিয়ে গোটা দেশের মধ্যে ১০৪ তম স্থান দখল করে আইপিএস অফিসার হিসাবে নির্বাচিত হন বিজয়।

আরোও পড়ুন : বিশ্ব বাজারে জলের দরে বিকোচ্ছে অপরিশোধিত তেল! তবুও কেন ভারতে কমছেনা জ্বালানির দাম?

তবে ২০২১ সালে ফের UPSC (Union Public Service Commission) পরীক্ষায় বসে শীর্ষ ৭০ জনের মধ্যে স্থান অর্জন করে আইএএস (Indian Administrative Service) অফিসার হিসাবে নির্বাচিত হন হরিয়ানার বিজয় বর্ধন। অনেকেই বলে থাকেন, জীবনে সফলতার স্তম্ভ গঠিত হয় হাজারও ব্যর্থতার গল্পের মধ্যে দিয়ে। ঠিক তেমনই এক বাস্তব উদাহরণের নয়া দৃষ্টান্তই সৃষ্টি করেছেন হরিয়ানার বিজয় বর্ধন।

Success Story of IAS Vijay Vardhan.

বিজয় একবার জানিয়েছিলেন, “নিজের উপর বিশ্বাস রাখাটা অত্যন্ত জরুরী। ব্যর্থতা আসলে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। তবেই মিলবে কাঙ্খিত সাফল্য।” আজ আইএএস অফিসার বিজয় বর্ধন উদাহরণ হয়ে উঠেছেন হাজার হাজার UPSC প্রার্থীর কাছে। শত ব্যর্থতার মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল থাকলে একদিন না একদিন যে সাফল্য (Success Story) আসবেই তারই অনন্য এক উদাহরণ বিজয় বর্ধন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর