ছাব্বিশের ভোটের আগেই তৃণমূলে ব্যাপক রদবদল? খোদ মমতার কথাতেই জল্পনা শুরু

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কিছুদিন ধরেই তৃণমূলে (Trinamool Congress) সাংগঠনিক স্তরে রদবদলের জল্পনা চলছে। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের সভা ছিল। সেখানে এই বিষয়ক কোনও ঘোষণা করা হয় কিনা তা নিয়ে দীর্ঘ চর্চা আলোচনা হয়েছে। তবে শেষ অবধি এমন কোনও ঘোষণা করা হয়নি। তবে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য সেই জল্পনা জিইয়ে রেখেছে।

তৃণমূলে (Trinamool Congress) রদবদল আসন্ন?

গতকাল নেতাজি ইনডোরের সভা থেকে দলের রদবদল নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। এরপরেই প্রশ্ন দেখা দেয়, তাহলে কি সাংগঠনিক রদবদল হচ্ছে না? ইতিমধ্যেই এই নিয়ে সামনে এসেছে নয়া আপডেট! তৃণমূলের একাংশকে উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রদবদলের সম্ভাবনা মোটেই বিশ বাঁও জলে নয়! বরং রদবদল আসন্ন বলেই দাবি করেছে দলীয় সূত্র। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।

গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের (Trinamool Congress) মেগা মিট থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, ‘যারা ভালো কাজ করেছেন, আমরা তাঁদের পদোন্নতি করব। আর যারা শুধু বিবৃতি দেন, মানুষের পাশে থাকেন না, দলের বদনাম করেন, তাঁদের জন্য আমার কোনও দয়ামায়া নেই’।

আরও পড়ুনঃ ‘সরকারের অবস্থান কী?’ এবার সরাসরি জানতে চাইল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

মমতার এই মন্তব্য থেকেই তৃণমূলের (TMC) অন্দরে রদবদলের জল্পনা আরও তীব্র হয়েছে। পারফরম্যান্সের নিরিখেই দলের সাংগঠনিক স্তরে রদবদল হতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। ছাব্বিশের ভোটের আগে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

trinamool congress tmc flags

এদিকে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সুপ্রিমো মমতার কাছে একটি রিপোর্ট দিয়েছেন। সেখানেও মূল কথা পারফরম্যান্স বলে খবর। এখন প্রশ্ন হল, কবে হবে এই রদবদল? এই বিষয়ে দলীয় সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে কোনও দিন এই ঘোষণা করা হতে পারে। তবে কোনও আনুষ্ঠানিক সভা করে নয়, বরং কেবলমাত্র বিজ্ঞপ্তি জারি করা হবে। এই বিজ্ঞপ্তির মাধ্যমেই দলের রদবদলের ঘোষণা করা হবে। অর্থাৎ বেশ কিছু পদে রদবদল করা হবে, এটা একপ্রকার নিশ্চিত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর