সিরিয়ালেও এবার “সিচুয়েশনশিপ”! “Gen Z” দর্শক টানতে দুরন্ত টুইস্ট জি বাংলার মেগায়

বাংলাহান্ট ডেস্ক : নতুন নতুন সিরিয়ালের (Serial) এন্ট্রি হয়ে চলেছে বিভিন্ন চ্যানেলে। একদিকে কম টিআরপির ধারাবাহিক যেমন শেষ হয়ে যাচ্ছে, তেমনি অন্যদিকে নতুন নতুন গল্পও জায়গা করে নিচ্ছে চ্যানেল গুলিতে। মূলত টিআরপি কম টিআরপি থাকলেই বন্ধ হয় ধারাবাহিক (Serial)। কারণ দর্শকদের আকৃষ্ট করতেই নানান টুইস্ট নিয়ে আসা হয় সিরিয়ালে। টিআরপি তালিকায় কারা কোথায় জায়গা পেল তা নিয়ে চলে আলোচনা।

টিআরপি তালিকায় ছক্কা হাঁকাচ্ছে জি বাংলা (Serial)

প্রতি বৃহস্পতিবার সামনে আসে টিআরপি তালিকা। জি বাংলা এবং স্টার জলসার সিরিয়ালগুলির (Serial) মধ্যে মূলত চলে টিআরপি্র হাড্ডাহাড্ডি লড়াই। তবে ইদানিং সময়ে জলসার সিরিয়ালগুলি বেশ পিছিয়ে পড়েছে। অন্যদিকে নম্বর বাড়তে শুরু করেছে জি এর সিরিয়ালগুলিতে (Serial)। বিশেষ করে বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থানে থেকে বেঙ্গল টপার হচ্ছে ‘পরিণীতা’।

Zee bangla serial brought gen z terms

দর্শকরা পছন্দ করছে সিরিয়াল: নতুন পুরনো সব সিরিয়ালকে (Serial) টেক্কা দিয়ে লাগাতার কয়েক সপ্তাহ ধরে বাংলা সেরা হয়ে আসছে পরিণীতা। বর্তমান সময়ের উপযোগী জমাটি গল্প, গ্রাম, ইউনিভার্সিটির গল্পে দর্শক টানছে হু হু করে। বিশেষ করে কম বয়সী দর্শকরা বেশ পছন্দ করছেন এই সিরিয়াল (Serial)। বাস্তব জীবনের বিভিন্ন ঘটনাগুলিও ফুটে উঠেছে এই সিরিয়ালে।

আরো পড়ুন : উভয় সঙ্কট, স্লট বদলেও নতুন মেগার কোপে “অকালপতন” হবে জি বাংলার সিরিয়ালের!

কী চলছে গল্পে: আগামীতে ‘মহাকুম্ভ’ স্পেশ্যাল পর্ব আসছে পরিণীতায় (Serial)। তবে বর্তমানে দেখানো হচ্ছে, শিরিনের জোরাজুরিতে তার সঙ্গে ‘সিচুয়েশনশিপ’এ যেতে বাধ্য হয়েছে রায়ান। এদিকে চোখের সামনে দুজনকে দেখে ভেঙে পড়ে পারুল। কিন্তু শিরিন চায় পারুলকে রায়ানের জীবন থেকে বরাবরের মতো সরিয়ে দিতে। তাই সে ফ্যাশন শোতে পারুলের সাহসী পোশাক পরে ব়্যাম্প ওয়াকের ছবি পাঠিয়ে দেয় দাদুর কাছে। আর তা দেখেই দাদু ঘোষণা করে দেন, তিনি আর পারুলকে কলকাতায় রাখতে চান না।

আরো পড়ুন : নায়ক ছেড়েছেন আগেই, আজই শেষ শুট, বিদায় নিচ্ছে জি বাংলার “টপার” মেগা

প্রোমো অনুযায়ী, এরপরেই পারুল (Serial) ফিরে যায় ন্যাড়াগোয়ালে। সেখান থেকে তারা রওনা হয় মহাকুম্ভের উদ্দেশ্যে। অন্যদিকে কলকাতা থেকে রায়ানের দলবলও পাড়ি দেয় মহাকুম্ভে। সেখানে কি মিলন হবে রায়ান পারুলের? সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা। সেই সঙ্গে আরো একটি বিষয় নজর কেড়েছে অনেকের। ‘সিচুয়েশনশিপ’ এর মতো ‘জেন জি টার্ম’গুলি উঠে এসেছে সিরিয়ালে। টিআরপি টানার জন্য নির্মাতাদের এটাও কি আরেকটি কৌশল? উঠছে প্রশ্ন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর