কেন ভারতে ফোন কল শুরু হয় +91 দিয়ে? চমকে দেবে কারণ

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে বিজ্ঞান যত উন্নত হয়েছে ততই বদল এসেছে যোগাযোগ ব্যবস্থায়। একটা সময় ছিল যখন যোগাযোগ ব্যবস্থার মূল মাধ্যম ছিল চিঠি বা টেলিগ্রাম। তবে ধীরে ধীরে বাজারে আসে তারযুক্ত টেলিফোন ও পরবর্তীকালে মোবাইল ফোন। ভারতের (India) মোবাইল ফোন ব্যবহারকারীদের থাকে একটি নির্দিষ্ট ১০ ডিজিটের নম্বর।

ভারতের (India) ফোন কলের কান্ট্রি কোড

তবে সেই নম্বরের আগে ব্যবহার করা হয়ে থাকে +91 ডিজিটটি। ফোন নম্বরের আগে +91 থাকলে সহজেই বোঝা যায় যে সেই ফোনটি আসছে ভারতের (India) কোনও না কোনও ফোন থেকে। এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, কেন সব সময় ভারতীয় নম্বরের আগে এই +91 লেখা ডিজিটটি ব্যবহার করা হয়। আসলে পৃথিবীর প্রত্যেকটি দেশেরই রয়েছে নিজস্ব একটি কান্ট্রি কোড।

আরোও পড়ুন : রেডি থাকুন! আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় খেল দক্ষিণবঙ্গে, রইল আগাম আপডেট

ভারতের সেই কান্ট্রি কোডই (Country Code) হল এই +91। এবার নিশ্চই আপনাদের মনে প্রশ্ন জাগছে কেন ভারত +91 ডিজিটের কান্ট্রি কোডটিই পেল? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) বিভিন্ন দেশকে এই কান্ট্রি কোড প্রদান করে থাকে। জাতিসংঘের একটি সংস্থা এই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)।

আরোও পড়ুন : ‘২০০ জনের মৃত্যুর প্রমাণ কোথায়?’ নয়াদিল্লি পদপিষ্ট কাণ্ডে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

গোটা বিশ্বকে মোট ৯টি ভাগে বিভক্ত করেছে আইটিইউ। এই ৯টি বিভাগের মধ্যেই অন্তর্গত রয়েছে দক্ষিণ, মধ্য, পশ্চিম ও মধ্যপ্রাচ্য এশিয়া। এই অঞ্চলগুলির প্রত্যেকটি দেশের কান্ট্রি কোড শুরু হয়ে থাকে 9 দিয়ে। উদাহরণস্বরূপ ভারতের কান্ট্রি কোড +91, আবার পাকিস্তানের কান্ট্রি কোড +92।

India phone call country code

দেশের জনসংখ্যা, ইউনিয়ন এবং অন্যান্য  একাধিক বিষয় খতিয়ে দেখেই একটি দেশকে কান্ট্রি কোড প্রদান করে থাকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সর্বদা সচেতনতা বৃদ্ধি করতে প্রচার করা হয়ে থাকে যে +91 ব্যতীত অন্য কান্ট্রি কোড থেকে ফোন আসলে সর্বদা সাবধানতা অবলম্বন করা উচিত গ্রাহকদের। বিদেশ থেকে আসা ফোন কলস হতে পারে জালিয়াতদের কোনও চাল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর