বাংলা হান্ট ডেস্কঃ হাতে মাত্র দু’দিন সময় তারপরেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাচ্ছে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। তার আগেই এবার নতুন নিয়ম চালু করল উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। বিগত কয়েক বছর ধরে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। তাই এবছর আর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। এই কারণেই পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করতে এবার একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে সংসদ।
উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শুরুর আগে এবার নয়া নিয়ম
পরীক্ষা কেন্দ্রে কোনরকম অনিয়ম যাতে না হয় তার জন্য উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary) সমস্ত পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। পরীক্ষার্থীরা যাতে কোনোরকম ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা হলে ঢুকতে না পারেন সেদিকে কড়া নজর রাখা হবে। এছাড়া সমস্ত পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলকভাবে দুটি সিসিটিভি ক্যামেরা রাখতেই হবে। একটি থাকবে পরীক্ষাকেন্দ্রের মূল গেটে এবং অন্যটি থাকবে ভেন্যু সুপারভাইজারের ঘরে যেখানে প্রশ্নপত্র থাকবে।
সংসদ সূত্রে খবর,পরীক্ষা চলাকালীন টুকলি করতে গিয়ে ধরা পড়লে বা পরীক্ষার সময় কোন অনিয়ম নজরে এলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে সংসদ। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল কিংবা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাদের সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এমনকি পরীক্ষার শেষ দিনেও যদি কোন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল বা অন্য কোন ইলেকট্রনিক গেজেট পাওয়া যায় তাহলেও তার আগের সমস্ত পরীক্ষাও বাতিল হয়ে যাবে।
আরও পড়ুন: ‘টোটালটাই বিজেপির লোক!’ মমতার মন্তব্যের রেকর্ড পাঠিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে ‘নালিশ’ শুভেন্দুর
জানা যাচ্ছে, এবছর উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা দিতে বসছেন মোট ৫ লক্ষ ৯ হাজার জন পরীক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবার প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে। কারণ হিসাবে বলা হচ্ছে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম ছিল। একইসাথে সেবছর পাশের হারও কমে গিয়েছিল। সেই কারণেই এবছর এত কমে গিয়েছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী।
উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে এবছর আবার ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি। রিপোর্ট বলছে এবছর ছাত্র রয়েছেন মোট ৪৫.৩২ শতাংশ, এবং ছাত্রী রয়েছেন মোট ৫৪.৬৮ শতাংশ। এছাড়া জানা যাচ্ছে এববছর মোট ২,০৮৯টি পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষায় বসবেন পড়ুয়ারা। তার মধ্যে ১৩৬ টি পরীক্ষাকেন্দ্র স্পর্শকাতর। যা গত বছর ছিল ১৭৪ টি।