বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় সুখবর সামনে আসছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছর আবারও ভারতীয় দল ও পাকিস্তানের (Pakistan-India) মধ্যে দারুণ এক ম্যাচ দেখতে পাবেন তাঁরা। সম্প্রতি এই দুই দলের মধ্যে গত ২৩ ফেব্রুয়ারি ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাথ সম্পন্ন হয়। যেখানে ভারতীয় দল জিতেছিল। তবে, এবার ক্রিকেট ভক্তদের জন্য এসেছে সুখবর। জানা গিয়েছে, চলতি বছরে ভারত-পাকিস্তানের পরবর্তী ম্যাচটি এশিয়া কাপ ২০২৫-এ সম্পন্ন হবে। এশিয়া কাপের সম্ভাব্য উইন্ডো নির্ধারণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)।
ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (Pakistan-India):
জানা গিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে এই টুর্নামেন্ট। এবারের এশিয়া কাপ হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। তবে, এই টুর্নামেন্টের আয়োজক দেশ হবে ভারত। আসলে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানের (Pakistan-India) সঙ্গে যা ঘটেছে তা বিবেচনা করে এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করেছে ACC। তবে চূড়ান্ত ভেন্যু এখনও ঠিক হয়নি।
ভারত-পাকিস্তানের মধ্যে কী ৩ টি ম্যাচ হবে: জানিয়ে রাখি যে, এশিয়া কাপ ২০২৫-এ, ৮ টি দলের মধ্যে ফাইনাল সহ মোট ১৯ টি ম্যাচ খেলা হবে। এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান (Pakistan-India) ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান ও হংকং অংশগ্রহণ করবে। সব দলকে ২ টি গ্রুপে ভাগ করা হবে। রাউন্ড রবিনের মাধ্যমে নকআউট (সুপার-৪) ম্যাচ খেলা হবে। এদিকে, ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা যেতে পারে। এমতাবস্থায়, যদি এই দু’টি দলই ফাইনালে পৌঁছয়, সেক্ষেত্রে ক্রিকেট প্রেমীরা এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে মোট ৩ টি দুর্দান্ত ম্যাচ দেখতে পাবেন।
আরও পড়ুন: সব দাদাগিরি শেষ! ভারতের অ্যাকশনেই সুর নরম চিনের, করে দিল বড় ঘোষণা
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ৫ দিনেই বিদায় নিয়েছে পাকিস্তান: প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তান আয়োজিত ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি। যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। ওই ম্যাচে পাকিস্তান দলকে ৬০ রানে শোচনীয় পরাজয় বরণ করতে হয়। এরপর গত ২৩ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলে পাকিস্তান (Pakistan-India) দল। দুবাইয়ে সম্পন্ন হওয়া ওই ম্যাচে ভারতীয় দল ৬ উইকেটে জিতেছে। এমতাবস্থায়, এই টুর্নামেন্ট থেকে পাকিস্তান দল প্রথম ৫ দিনে ২ ম্যাচ হেরে বিদায় নিয়েছে।
আরও পড়ুন: একী কাণ্ড! চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না রোহিত শর্মা? মিলল বড় আপডেট
তবে, গ্রুপ পর্বে পাকিস্তান দলকে তাদের তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচটি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হয়েছে। এই ম্যাচটি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি সম্পূর্ণ ভেস্তে যায়। যার ফলে দুই দলই ১-১ করে পয়েন্ট পেয়েছে। এভাবেই গ্রুপ-A-তে একদম নিচে রয়েছে পাকিস্তানি দল।