বাড়ছে আধার জালিয়াতি! কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার কার্ডটা? মাথায় রাখুন এই টিপসটা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের নাগরিকদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Card)। সরকারি স্কিম, টেলিযোগাযোগ এবং ব্যাঙ্কিং-সহ বিভিন্ন পরিষেবা অ্যাক্সেস করার জন্য এই ১২-সংখ্যার নম্বরটি প্রয়োজনীয়। যেহেতু আধার কার্ডে (Aadhaar Card) আপনার ব্যক্তিগত তথ্য থাকে, তাই এটি নিরাপদ রাখা খুবই গুরুত্বপূর্ণ যাতে এই তথ্যের অপব্যবহার না হয়। কিন্তু বর্তমানে যেহেতু আধার কার্ড (Aadhaar Card) জালিয়াতির ঘটনা প্রায়শই খবরের শিরোনামে আসছে, সেই কারণেই আধার কার্ড কীভাবে নিরাপদ রাখা যায় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক।

আধার কার্ড (Aadhaar Card) সম্পর্কিত কিছু কথা

আধার সুরক্ষিত করার উপায় : 

বায়োমেট্রিক ডেটা লক করাই হল আধার সুরক্ষিত রাখার একটি উপায়। আধার ব্যবহারকারীদের ক্ষেত্রে এই বায়োমেট্রিক লক-আনলকের সুবিধা প্রদান করে UIDAI (Unique Identification Authority of India)। আপনার বায়োমেট্রিক্স ডেটা – আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান – এর গোপনীয়তা জোরদার করাই হল এর প্রধান লক্ষ্য। বায়োমেট্রিক্স লক করার পর, কেউ আপনার আধার বায়োমেট্রিক্স অথেনটিকেশনের জন্য ব্যবহার করতে পারবে না।

আরোও পড়ুন : একমাসেই “খেল খতম”! TRP-র অভাবে ধুঁকছে সিরিয়াল, নায়ক বদলের দাবি জলসার মেগাতে

আধার কীভাবে লক করবেন : 

১) আপনার আধারের বায়োমেট্রিক লক করতে, প্রথমে আধারের অফিসিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in/bio-lock- এ যান ।

২) এরপর নির্দেশিকা পরে আধার লক/আনলক-এ ক্লিক করতে হবে।

৩) Lock/Unlock Biometrics-এ ক্লিক করার পর, আপনার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে।

৪) এরপর নিজেদের ভার্চুয়াল আইডি, পুরো নাম, পিনকোড এবং ক্যাপচা দিতে হবে। এরপর ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে।

৫) এখন আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP আসবে, এই OTP টি দিন এবং সাবমিট এ ক্লিক করুন।

৬) নিজেদের আধার কার্ড লক করতে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।

Aadhaar Card security checking

অনলাইনে আধার অপব্যবহারের রিপোর্ট করার উপায়:

নিজেদের আধার কার্ডের অপব্যবহারের বিষয়ে কারও যদি সন্দেহ হয়, তাহলে ১৯৪৭ নম্বরে কল করে, help@uidai.gov.in-এ ইমেল করে বা UIDAI ওয়েবসাইটে অভিযোগ করে এই বিষয়ে রিপোর্ট করতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর