বাংলা হান্ট ডেস্কঃ শ্রীরামপুর স্টেশন লাগোয়া রেলের জায়গা থেকে হকার (Hawker) উচ্ছেদ নিয়ে জল গড়িয়েছিল হাইকোর্টে (Calcutta High Court)। শুক্রবার সেই মামলা উঠেছিল হাইকোর্টে। আদালতের নির্দেশ আপাতত আগামী ২১ মার্চ পর্যন্ত উচ্ছেদ স্থগিত থাকবে। তবে একাধিক প্রশ্ন তোলে আদালত।
যা বলল হাইকোর্ট Calcutta High Court
আদালতের নির্দেশ পরবর্তী শুনানির আগে হাওড়ার ডিআরএম-কে হকারদের নথি খতিয়ে দেখতে হবে। সে সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। পাশাপাশি আগামী ২১ মার্চ পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালত।
মূল ঘটনা: কেন্দ্রীয় সরকার সরকার স্টেশন এবং স্টেশন লাগোয়া এলাকার উন্নয়নে অমৃত ভারত প্রকল্প এনেছে। সিদ্ধান্ত হয়েছে শ্রীরামপুর স্টেশন লাগোয়া এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে। রেলের আচমকাই এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন ওই হকাররা।
তাদের দাবি অন্তত ৫০ বছর ধরে স্টেশন লাগোয়া রেল জমিতে ব্যবসা করছেন তারা। এদিকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আচমকাই নোটিস দিয়ে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রেল। গতকালই হকার উচ্ছেদের কথা ছিল। এরই মধ্যে কোনো উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হকাররা। ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন হকার এই ইউনিয়ন তৃণমূল প্রভাবিত বলে খবর।
আরও পড়ুন: গুরুতর জখম! যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে কীভাবে পড়লেন ইন্দ্রানুজ? মুখ খুললেন পড়ুয়া
বৃহস্পতিবার এই মামলা শুনানির জন্য উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি প্রশ্ন করেন, “ওই ইউনিয়নের একজনেরও কি লাইসেন্স আছে? ৫০ বছর ব্যবসা করছেন ঠিকই কিন্তু তাদের লাইসেন্স কোথায়?” হকার ইউনিয়নের আইনজীবীর দাবি, “লাইসেন্স না থাকলেও তারা কেউই বহিরাগত নন।” এরপরই ডিআরএম হাওড়াকে ওই হকারদের নথি দেখে শুনানি করে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দেন বিচারপতি। ১৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে।