অবসরের পরেও বিরাট লক্ষ্মীলাভ! ৭ গুণ পেনশন বৃদ্ধির সাথেই যুক্ত হবে DA

বাংলা হান্ট ডেস্কঃ আমাদের দেশের সরকারি কর্মচারীরা বরাবরই অন্যদের থেকে তুলনামূলকভাবে একটু বেশি সুবিধা ভোগ করেন। তবে এবার কপাল খুলতে চলেছে বেসরকারি কর্মচারীদেরও। এবার এক ধাক্কায় বাড়তে চলেছে তাঁদের পেনশনের (Pension) টাকা। অনেকদিন ধরেই বেসরকারি খাতের কর্মচারীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (Employees’ Provident Fund Organisation) অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি করা হচ্ছে।

বাড়বে ৭ গুণ পেনশন (Pension), সাথে থাকছে DA

EPS-95 পেনশন (Pension) ভোগীদের একটি সংগঠন, আন্দোলন সমিতি জানিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া, তাদের সমস্ত দাবিগুলির ওপর সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। যার মধ্যে EPS-95 এর অধীনে ন্যূনতম পেনশন ও পেনশনভোগীদের সংগঠনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে  বলা হয়েছে, দেশজুড়ে ইপিএফও-এর আওতাভুক্ত ৭৮ লক্ষেরও বেশি পেনশনভোগীর দীর্ঘদিনের দাবির প্রতি এবার কেন্দ্র ইতিবাচক অবস্থান নিয়েছে।

বিবৃতিতে থেকে জানা যাচ্ছে, ন্যূনতম ইপিএস পেনশন (Pension) ছাড়াও পেনশনভোগীদের সংস্থান ন্যূনতম পেনশন বৃদ্ধি অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তাদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং উচ্চতর পেনশন সুবিধার জন্য আবেদনের ত্রুটি সংশোধনের দাবি জানানো হয়েছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যেই প্রতিনিধিদলকে এই সমস্ত সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: গুরুতর জখম! যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে কীভাবে পড়লেন ইন্দ্রানুজ? মুখ খুললেন পড়ুয়া

যার ফলে দীর্ঘ ১০ বছর পর আরও একবার EPS-95 এর অধীনে ন্যূনতম পেনশন (Pension) সংশোধিত হওয়ার বিরাট সম্ভাবনা তৈরী হয়েছে। এমনটাই জানাচ্ছেন, বহু বছর ধরে পেনশনভোগীদের অধিকারের জন্য লড়াই করে আসা EPS-95 জাতীয় আন্দোলন কমিটি (NAC)। প্রসঙ্গত এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে শেষ বার কেন্দ্রীয় EPFO ​​দ্বারা পরিচালিত কর্মচারী পেনশন প্রকল্পের (EPS) অধীনে ন্যূনতম পেনশনের পরিমাণ করা হয়েছিল ১,০০০ টাকা। এখানে বলে রাখা ভালো, ইপিএফের অধীনে, কর্মচারীরা তাদের মূল বেতন থেকে ১২ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা করা হয়। কর্মীদের ওই একই পরিমাণ অর্থ প্রদান করেন নিয়োগকর্তারাও। নিয়োগকর্তার এই অবদানের ৮.৩৩ শতাংশ ইপিএসে যায় এবং ৩.৬৭ শতাংশ জমা হয় ইপিএফ অ্যাকাউন্টে।

Formula for best Investment

প্রসঙ্গত ২০২৫ সালের বাজেটের আগে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে দেখা করে পেনশন বৃদ্ধির দাবি করেছিলেন EPS-৯৫ অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটি প্রতিনিধিদল। তাঁদের দাবি ছিল ন্যূনতম পেনশন প্রতি মাসে ৭,৫০০ টাকা করতে হবে এবং সেইসাথে যোগ করতে হবে মহার্ঘ্য ভাতাও। (DA)। জানা যাচ্ছে, সেইসময় নাকি,অর্থমন্ত্রী প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছিলেন তাঁদের দাবি বিবেচনা করা হবে বলে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর