বাংলাহান্ট ডেস্ক : রেলপথের পাশাপাশি ভারতের (India) আকাশ পথে ক্রমশ উন্নত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখন চোখের নিমেষে চলে যাওয়া যায় বিমানের মাধ্যমে। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের অধিকাংশ বিমানবন্দরে আসা-যাওয়া করে একাধিক আন্তর্জাতিক বিমান।
ভারতে (India) পাঁচটি বিমানবন্দর যুক্ত রাজ্য
পৃথিবীর অধিকাংশ বড় বড় দেশের সাথেই বিমান পথে যোগাযোগ রয়েছে ভারতের (India)। ভারতের অধিকাংশ বড় শহরেই রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। তবে ভারতের একটি মাত্র রাজ্যে একটি-দুটি নয়, রয়েছে পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি উত্তরপ্রদেশের জেওয়ারে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর।
আরোও পড়ুন : শুরু হচ্ছে কলকাতায় পাইপলাইন বসানোর কাজ! বাড়ি বাড়ি সরবরাহ হবে কবে?
এখন সব মিলিয়ে উত্তরপ্রদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের (International Airport) সংখ্যা মোট পাঁচটি। পূর্বে উত্তরপ্রদেশের মতো এত বড় রাজ্যে ছিল মাত্র দুটি আন্তর্জাতিক বিমানবন্দর, লখনউ ও বারাণসী। তবে ২০১২ সালের পর থেকে উত্তরপ্রদেশের আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির উদ্যোগ নেয় সরকার।
আরোও পড়ুন : গুগলের দিন শেষ! সত্যিই কী তাই? মাথায় হাত পড়বে সকলের! চমকে দেবে সমীক্ষার এই রিপোর্ট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের কুশীনগরে ২০২১ সালের ২০ অক্টোবর উদ্বোধন করেন একটি আন্তর্জাতিক বিমানবন্দরের। এরপর অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হয় ২০২৩ সালে। সম্প্রতি আবার উত্তরপ্রদেশের জেওয়ারে চালু হল আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ১৩৩৪ হেক্টর জমির উপর তৈরি এই বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন ১২ মিলিয়ন যাত্রী।
উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সদ্য চালু হওয়া এই বিমানবন্দরে রয়েছে ২ লক্ষ ৫০ হাজার টন কার্গো পরিবহণের ব্যবস্থাও। নয়া এই আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে ১ লক্ষ স্কোয়ার মিটারের টার্মিনাল। আগামীদিনে দেশের একাধিক জায়গায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)।
আন্তর্জাতিক ক্ষেত্রে বিপুল পরিমাণ যাত্রী চাহিদার কথা মাথায় রেখে সরকার দেশের অন্যান্য প্রান্তেও তৈরি করতে চাইছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। পাশাপাশি বর্তমানে যে বিমানবন্দরগুলি থেকে আন্তর্জাতিক বিমান ওঠা-নামা করে, সেগুলির পরিকাঠামো আগামী দিনে আরও উন্নত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।