বাংলাহান্ট ডেস্ক : টিআরপি আনতে সিরিয়ালের (Serial) গল্প বদলে দেওয়া খুবই স্বাভাবিক বিষয় ছোটপর্দায়। দর্শকদের আগ্রহ বজায় রাখতে প্রায়ই কোনো না কোনো টুইস্ট আসতে থাকে বিভিন্ন সিরিয়ালে (Serial)। গল্পের নানান মোড়ে টিআরপি কখনো ওঠে, কখনো আরো কমে যায়। দর্শকদের মন জয় করা এখন যথেষ্ট কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পরপর বন্ধ হচ্ছে সিরিয়াল (Serial)
চলতি বছরের শুরু থেকেই যেভাবে একটার পর একটা সিরিয়াল (Serial) শেষ হচ্ছে, তাতে ভয় ধরিয়েছে অনেকের মনেই। টিআরপির সামান্য হেরফেরেই বিপাকে পড়ছে সিরিয়ালগুলি (Serial)। কিছু সিরিয়ালের স্লট বদলে যাচ্ছে, কোনোটা আবার পাকাপাকি ভাবে বন্ধই করে দেওয়া হচ্ছে। তাই নতুন নতুন টুইস্ট আনার চেষ্টায় রয়েছে বিভিন্ন ধারাবাহিকগুলি (Serial)।
স্লট বদলেছে মিঠিঝোরার: জি বাংলায় পরপর বেশ কিছু সিরিয়াল (Serial) বন্ধ হচ্ছে। আবার কিছু ধারাবাহিকের স্লট বদলও হয়েছে। এর মধ্যে অন্যতম ‘মিঠিঝোরা’। পরপর স্লট বদলের পর বেশ কিছুদিন রাত সাড়ে নটার স্লটে সম্প্রচারিত হচ্ছিল এই ধারাবাহিক। কিন্তু ৪৫ মিনিটের টাইম স্লটেও তেমন টিআরপি ধরতে পারেনি সিরিয়ালটি (Serial)। এবার স্লট বদল হয়েছে ধারাবাহিকের। রাত দশটা পনেরোয় চলে যাচ্ছে মিঠিঝোরা।
আরো পড়ুন : চমকে মোড়া এবারের সিজন, দ্বিগুণ “ধামাকা” নিয়ে আসছে ‘ডান্স বাংলা ডান্স’! কবে থেকে শুরু?
কী দেখা গেল প্রোমোতে: ইতিমধ্যেই গল্পের ট্র্যাক বদলেছে সিরিয়ালের (Serial)। রাই অনির্বাণ হানিমুনে গিয়েই পড়েছে বিপদে। জঙ্গলে গিয়ে হাতির সামনে পড়ে অনির্বাণ। সকলে মনে করছে, সে মারা গিয়েছে, তবে এবার সামনে এসেছে নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে, বেঁচে রয়েছে অনির্বাণ। শুধু তাই নয়, মা হতে চলেছে রাই। কিন্তু তাদের জীবনে ফের শনি হয়ে আসে রাইয়ের মেজ বোন নীলু। কীভাবে এই আসন্ন ঝড় থেকে রেহাই পাবে রাই অনির্বাণ সেটাই দেখার অপেক্ষা।
আরো পড়ুন : চমকে ঠাসা সারেগামাপা গ্র্যান্ড ফিনালে, আগেই ফাঁস বিজয়ীদের নাম! কারা জিতলেন রিয়েলিটি শো?
প্রসঙ্গত, নতুন স্লটে যাওয়ার পরেই বদলাতে চলেছে মিঠিঝোরা সিরিয়ালের (Serial) গল্প। আর এই নতুন স্লটে, নতুন ট্র্যাকে ধারাবাহিকের টিআরপিতে কোনো বদল আসে নাকি সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।