বাংলার বুকে আরও তিনটি সাবস্টেশন! উপহারের ঝুলি ভরছে কোন জেলার?

বাংলা হান্ট ডেস্কঃ একটি নয়, দুটি নয় একেবারে তিন-তিনটি নতুন সাবস্টেশন তৈরি হচ্ছে বাংলার বুকে। যার ফলে এবার একধাক্কায় কমবে বিদুতের (Electricity) ঘাটতি। আগামী দিনে এরফলে সবচেয়ে বেশি লাভবান হবেন কোচবিহার জেলার মানুষরাই। জানা যাচ্ছে, কোচবিহারে বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের জন্য তিনটি নতুন সাবস্টেশন তৈরি হতে চলেছে।

বিদ্যুতের (Electricity) ঘাটতি কমাতে কোচবিহার জেলায় তৈরী হবে তিনটি সাবস্টেশন

ইতিমধ্যেই তার জন্য সরকারি জমিও চিহ্নিত করা হয়েছে। তৈরি হয়ে গিয়েছে ডিপিআর। পাশাপাশি জমি হস্তান্তর করার বিষয়টি উল্লেখ করে রাজ্যের কাছে ফাইল পাঠানো হয়েছে। আগামী দিনে তিনটি সাবস্টেশন তৈরির হলে উপকৃত হবেন প্রায় লক্ষাধিক মানুষ। জানা যাচ্ছে, এই প্রকল্পের পিছনে সব মিলিয়ে মোট ৩০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ (Electricity) বন্টন কোম্পানির কোচবিহার রিজিওনাল অফিস সূত্রে খবর, কোচবিহার শহরে এই তিনটি সাব স্টেশন তৈরির জন্য মোট তিনটি জায়গা বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে একটি কোচবিহারের বিবেকানন্দ স্ট্রিট, কোচবিহার এক ব্লকের চিলকির হাট এবং তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ি। জানা যাচ্ছে এই সাবস্টেশন গুলি তৈরির জন্য মোট এই তিনটি সরকারি জমি চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: নিয়োগ মামলায় জড়াল এক মহিলার নাম, কে এই রহস্যময়ী সুস্মিতা? জানলে উড়বে ঘুম

জানা যাচ্ছে প্রত্যেকটি সাবস্টেশন তৈরি করতে খরচ হবে প্রায় ১০ কোটি টাকা। এই এক-একটি সাবস্টেশন থেকে ৩৩ কেভি বিদ্যুৎ (Electricity) সরবরাহ করা যাবে। আগামীদিনে এক-একটি সাবস্টেশন থেকে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ উপকৃত হবেন। এপ্রসঙ্গে বিদ্যুৎ বণ্টন কোম্পানির কোচবিহার রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দাস জানিয়েছেন, বর্তমানে কোচবিহার জেলায় মোট ৮ লক্ষ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। বর্তমানে মোট ২৪টি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু এখনও বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে। এবার সেই সমস্যা সমাধানের জন্যই নতুন তিনটি সাবস্টেশন তৈরী করা হচ্ছে। ইতিমধ্যেই তার জন্য সমস্তরকম ব্যবস্থাও নেওয়া হয়েছে।

Government of West Bengal electricity

সূত্রের খবর, এখন এই জেলায় আগের মতো বারবার লোডশেডিং না হলেও, এখনও এমন কিছু এলাকা রয়েছে যেখানে লো ভোল্টেজের সমস্যা রয়েছে। যার ফলে চরম ভোগান্তির মুখে পড়ছেন কৃষকরা। জমিতে মোটর চালিয়ে জল দিতে গিয়েও সমস্যা হচ্ছে তাঁদের। শুধু তাই নয়, সাবস্টেশন থেকে অনেক গ্রামের দূরত্ব বেশি হওয়ায় বারবার ব্রেক ডাউন বাড়ছে। সামনেই আসছে বর্ষাকাল। ওই সময় এই সমস্যা আরও বেশি হয়। সেকারণেই এবার নতুন সাবস্টেশন তৈরী করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর