বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের দুটি মাস কাটতেই যে হারে সিরিয়াল (Serial) বন্ধের ধুম লেগেছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে কলাকুশলী থেকে দর্শকদের কপালেও। টিআরপি ধরে রাখা বর্তমানে বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে সিরিয়াল (Serial) গুলির কাছে। আসলে প্রতিযোগিতাও ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিভিন্ন চ্যানেলগুলিতে একগুচ্ছ সিরিয়াল শুরু হওয়ায় টিআরপি তালিকায় হাড্ডাহাড্ডি টক্কর শুরু হয়ে গিয়েছে।
জি বাংলায় শুরু হচ্ছে একগুচ্ছ সিরিয়াল (Serial)
শুধু যে সিরিয়াল (Serial) বন্ধ হচ্ছে তা নয়, ফাঁকা স্লটগুলি পূরণ করতে সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে একগুচ্ছ নতুন মেগা। স্টার জলসায় শুরু হতে চলেছে ‘পরশুরাম আজকের নায়ক’। তেমনি জি বাংলাতেও একসঙ্গে তিন তিনটি ধারাবাহিক (Serial) শুরু হচ্ছে। তবে এর ফলে আশঙ্কা দেখা দিয়েছে পুরনো সিরিয়াল নিয়ে। নতুন স্লট ঘোষণা না হওয়ায় ক্রমেই চিন্তা বাড়ছে সিরিয়ালটি (Serial) নিয়ে।
শেষ হচ্ছে ধারাবাহিক: কথা হচ্ছে জি বাংলার সিরিয়াল (Serial) ‘আনন্দী’ নিয়ে। টিআরপি তালিকায় তেমন ছাপ ফেলতে না পারলেও দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিকটি (Serial)। বিশেষ করে আদিদেব আনন্দী জুটির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এদিকে টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আনন্দী সিরিয়ালের (Serial) শেষ হওয়ার গুঞ্জন।
আরো পড়ুন : নায়ক-নায়িকার মাঝে আসছে নতুন সদস্য, নয়া স্লটে TRP ধরতে মরিয়া জি বাংলার সিরিয়াল
আবারো স্লট বদল: আসলে সন্ধ্যা সাড়ে ছটার স্লটে শুরু হতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’। কিন্তু আনন্দীর নতুন কোনো সময় ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত। তবে কি শেষ হয়ে যাবে সিরিয়ালটি (Serial)? সূত্রের খবর, ধারাবাহিকের এক অভিনেত্রী নাকি জানিয়েছেন, আনন্দী এখনই শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখনো পুরো দমে চলছে শুটিং।
আরো পড়ুন: ৪৫ দিনে ৬৬ কোটির জনসমাগম! মেলা ভাঙতে একী পরিস্থিতি মহাকুম্ভ প্রাঙ্গণে!
তবে কি স্লট বদল হবে আনন্দীর? অভিনেত্রী তেমনি জানিয়েছেন। জানা গিয়েছে, বিকেল সাড়ে পাঁচটার স্লটে যেতে পারে এই ধারাবাহিকটি। সেক্ষেত্রে কি ‘অমর সঙ্গী’ শেষ হবে? এখনো পর্যন্ত চ্যানেলের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও অব্যাহত রয়েছে জল্পনা।